আর কত থাপ্পড় খেলে গাল লাল হবে নবান্নের ?

আর কত থাপ্পড় খেলে গাল লাল হবে নবান্নের ?

আজ এই রাতে, প্রায় রাত ১ টায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী ঐতিহাসিক রায় দিলেন তাঁর ১৭ নম্বর কক্ষ থেকে । দিল্লী থেকে বিকাশ ভট্টাচার্য অন লাইন সওয়ালও করলেন ।

ঘটনার সূত্রপাত আজ সন্ধ্যেবেলা । পার্থ যখন সি বি আইয়ের জেরার জবাবে হাবুডুবু খাচ্ছেন ঠিক সেই সময়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, যিনি মাত্র চার মাস দায়িত্ব নিয়েছিলেন তাঁকে আচমকাই সরিয়ে দিল রাজ্য সরকার । লক্ষ্য খুব পরিষ্কার । নতুন চেয়ারম্যান এপয়েন্ট করে সমস্ত এভিডেন্স সরানো । অনেকটা সারদা তথ্য লোপাটের স্টাইলে ।

খবরটা পেয়েই ফিরদৌস শামিম, বিক্রম ব্যানার্জী, অর্ক দেব বিশ্বাস, অর্ক নন্দী, সুতির্থ নায়েক, দীপা আচার্যদের দিল্লী থেকে নির্দেশ দিলেন বিকাশবাবু । রাত দশটায় প্রধান বিচারপতির কাছে আদালত খোলানোর অনুমতি নিলেন বিকাশবাবুরা । তারপর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কক্ষতে টানা এক ঘন্টা সওয়াল হওয়ার পর রাত ১২ টা থেকে ১ টা বিচারপতি গাঙ্গুলী নির্দেশ দিলেন –
I direct the petitioner to intimate CBI to take up the matter with CRPF immediately so that CRPF personnel can be deployed to protect the building being Acharya Sadan, Salt Lake and the CRPF personnel shall not allow anybody to enter into the said bulilding till 1 pm tomorrow without the leave of the Court. No employees including the officers and no other persons shall be allowed to enter the said West Bengal School Service Commission at 11 & 11/1, Block EE, Acharya Sadan, Salt Lake City, Kolkata 700091. The learned advocate of the petitioner is granted liberty to communicate, this order to CBI immediately so that Police Force is deployed by the CRPF forthwith by 2 (two) hours from the communication to CBI.

অর্থাৎ আজ রাতেই, ভোর রাতেই সিআরপিএফ দখল নেবে, নেওয়ার কথা আদালতের নির্দেশ মোতাবেক । তথ্য সরানোর মমতার খেলা বন্ধ করতে ।

সাম্প্রতিক কালের আমার মতে এটা আদালতের মমতাকে সেরা থাপ্পড় । তাও আবার মধ্য রাতে !!!
শেষ পর্যন্ত কি হবে জানিনা, আজ রাতে ঝাড়গ্রাম সার্কিট হাউসে মমতা ঘুমোবেন কি না জানি না, আমি অন্তত ঘুমাবো একটু তৃপ্তি নিয়ে অনেক দিন পর ।
ধন্যবাদ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী । এই সাহসী এবং ঐতিহাসিক মধ্য রাতের রায়ের জন্য ।

সন্ময় বন্দ্যোপাধ্যায় (৯৮৩০৪২৬০৭৮)
রাত তিনটে ১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.