১৮ দিন আগে হাতে বন্দুক তুলে নিয়েছিলেন হিজবুল মুজাহিদিনের এই জঙ্গি। সোমাবার সেনা-জঙ্গি লড়াইয়ে তাঁর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
জানুযারির ৯ তারিখ থেকে নিখোঁজ ছিলেন শহিদ খর যার বয়স তিরিশ ছুঁইছুঁই। শহিদ কুল্গামের রেদওয়ানির বাসিন্দা।
সোমবার সেনা-জঙ্গি লড়াইয়ের শুরুর আগেই পুলিশের গাড়িতে গুলি চালায় জঙ্গিবাহিনী। এরপরই প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে হিজবুল মুজাহিদিনের এই জঙ্গির।
অপারেশন চালাতে গিয়ে একজন সেনা অনন্তনাগের আরোয়ানি জেলায় জঙ্গিদের ছোঁড়া গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন। সঙ্গে সঙ্গেই পুলিশ গোটা এলাকা ঘিরে নেয় এবং শুরু হয় তল্লাশি অভিযান।
তল্লাশি অভিযান শুরু করার পরে সেনার তরফে শহিদকে আত্মসমর্পণ করার কথা বলা হলেও সে গুরুত্ব দেয়নি।
একজন অফিসার জানিয়েছেন, “একজন জঙ্গির জীবনের আয়ু এক থেকে দু’বছর হয় তবে শহিদ এই রাস্তায় একদমই নতুন ছিল। আমরা ওকে একটা সুযোগও দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সে নাকচ করে দেয়। উপরন্তু সে সেনা জওয়ানদেরকে লক্ষ্য করে গুলি চালায়।
নিরাপত্তা সূত্রের খবর, শহিদের দেহ তারিক মাসুদের বাড়ির সামনে পাওয়া যায় ্যীণী একজন হিজবুল কমান্ডার ছিলেন টবে কীছূডীণ আগেঈ তাঁর মৃত্যু হয়েছে।
সেনা-জঙ্গি এনকাউণ্টার শেষ হওয়ার পরে সেনা জওয়ানদের উদ্দেশে প্রবল পাঠড় ছুঁড়তে শুরু করে, স্লোগান তুলে জমায়েত করে।