বাগবাজারের চক্ররেল সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা সাক্ষী থাকলেন রবিনসন কাণ্ডের প্রতিরূপের। ঘটনাটি প্রকাশ্যে এসেছে বুধবার সকালে। এদিন, এক বৃদ্ধের পচাগলা দেহ আঁকড়ে ধরে বসে থাকতে দেখা গেল বৃদ্ধের স্ত্রী ও মেয়েকে। ৭০ বছর বয়সী মৃত বৃদ্ধ তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে ক্ষীরোদ মঞ্জিল নামক বাড়িতে একসঙ্গে থাকতেন। জানা গেছে মৃত বৃদ্ধের নাম দ্বিগবিজয় বসু। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, বৃদ্ধ নিয়মিত স্বাভাবিকভাবেই দোকান যেতেন, বাজার করতেন। তবে, বেশ কয়েকদিন ধরেই তাঁকে অসুস্থ দেখা যাচ্ছিল। শরীর অসুস্থ, তাই হয়তো বিশ্রাম নিচ্ছেন, এইভেবে প্রতিবেশীরা বৃদ্ধের খোঁজ নেননি। এদিকে, দ্বিগবিজয়ের স্ত্রী ও মেয়েকেও কয়েকদিন ধরে বাড়ির বাইরে বেরোতে দেখা যাচ্ছিল না। এদিকে কিছুদিন পেরোতেই বাড়ির ভেতরে থেকে পচা গন্ধ বেরোতে শুরু করে। তখনই সন্দেহ হয় এলাকাবাসীদের। তাঁরা শীঘ্রই বাগবাজর থানায় খবর দেন।
এদিকে, পুলিশ যখন দ্বিগবিজয়ের বাড়িতে প্রবেশ করলেন, তাঁরা দেখলেন যে, দ্বিগবিজয়ের কঙ্কালসার পচাগলা দেহ বাড়ির ভেতরে খাটের ওপরে পড়ে রয়েছে এবং বৃদ্ধের ওই লাশের পাশেই বসে রয়েছেন বৃদ্ধের স্ত্রী ও তাঁর মানসিক ভারসাম্যহীন মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে যে, প্রথমদিকে বৃদ্ধের স্ত্রীকে বোঝানো যাচ্ছিল না যে, তাঁর স্বামী মারা গেছেন। অনেক বোঝানোর পরে অবশেষে পুলিশ দিগ্বিজয়ের দেহ উদ্ধার করতে সক্ষম হয়।
2021-07-15