এবার ভারতে তৈরি হতে চলেছে আয়ুর্বেদিক ও চিরাচরিত চিকিৎসার আন্তর্জাতিক কেন্দ্র। এই কেন্দ্র তৈরি হতে চলেছে ভারত সরকার ও হু-এর যৌথ উদ্যোগে। জানা গেছে, এই কেন্দ্রটি তৈরি হবে গুজরাটে। ভারত সরকারের তরফে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে এই আন্তর্জাতিক স্তরে মর্যাদা পাবে গুজরাট।
সূত্রের খবর অনুযায়ী, আয়ুর্বেদিক ও চিরাচরিত চিকিৎসার আন্তর্জাতিক কেন্দ্র স্থাপিত হবে গুজরাটের জামনগরে। এছাড়াও জামনগরে তৈরি হবে চিরাচরিত ওষুধের আন্তর্জাতিক জ্ঞান কেন্দ্র (গ্লোবাল নলেজ সেন্টার)। চিরাচরিত আয়ুর্বেদিক চিকিৎসারই এবার আধুনিকীকরণ হতে চলেছে।
গুজরাটে আন্তর্জাতিক কেন্দ্র তৈরি হওয়ার ব্যাপারে মউ ইতিমধ্যে শুক্রবারে স্বাক্ষর দিয়ে দিয়েছে। যার ফলে, এই পরিকল্পনা আরও একধাপ এগোবে বলে মনে করা হয়েছে। এই যৌথ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যেমন আয়ুর্বেদিক চিকিৎসা, আকুপাংচার, ভেষজ ওষুধের ও আধুনিক চিকিৎসার সমন্বয় ঘটানো।
2022-03-26