গোটা বিশ্ব এখন করোনা মোকাবিলার জন্য ওষুধ ও ভ্যাকসিন তৈরির ইঁদুর দৌড়ে সামিল হয়েছে। বিশ্বের সব তাবড় তাবড় দেশগুলি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কার করতে। এমন সময়ই আশার আলো দেখাল চৌদ্দ বছর ভারতীয় বংশোদ্ভূত কন্যা। জানা গিয়েছে, করোনার সম্ভাব্য ওষুধ বাতলেছে এই নাবালিকা। নাবালিকার নাম অনিকা চেবরোলু। ভারতীয় বংশোদ্ভূত এই নাবালিকা টেক্সাসের বাসিন্দা।
সূত্রের খবর, এই নাবালিকা এক যৌগ আবিষ্কার করেছে, যা থেকে করোনা থেকে মুক্তি মিলবে। এই পথ বাতলানোর পুরস্কার হিসেবে ২০২০ থ্রিএম ইয়ং সাইন্টিস্ট চ্যালেঞ্জের বিজয়িনীয় অনিকা পেয়েছেন ২৫ হাজার ডলার অর্থ পুরস্কার।
নিজেই নিজের আবিষ্কারের ব্যাপারে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানালেন তিনি। তিনি বলেন, “আমি একটি যৌগ আবিষ্কার করেছি, এই সিসার যৌগ কোভিড স্পাইক প্রোটিনের সঙ্গে যুক্ত হলে প্রোটিনটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়”। তবে জানা গিয়েছে প্রাথমিকভাবে অনিকা এই গবেষণা শুরু করেছিলেন ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে লড়ার জন্য। গত বছর এই জ্বরে মারা যান অনেক মার্কিন নাগরিক। তখন থেকেই স্কুলের গবেষণাগারে পরীক্ষানিরীক্ষা চালাতে থাকেন অনিকা। এরপর করোনা পরিস্থতি তৈরি হলে সে তার গবেষণার অভিমুখ বদল করে।
‘ইন সিলিকো’ পদ্ধতির সাহায্য নিয়ে নিজের গবেষণা চালায় অনিকা। তৈরি করে একটি অ্যান্টি ভাইরাল ওষুধ যা কোভিড প্রোটিনের সঙ্গে যুক্ত হলে ওই প্রোটিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। অনিকা জানায়, চিকিৎসা গবেষণায় আরও অনেকটা পথ হাঁটতে চায় সে। তার অনেক স্বপ্নের মধ্যে অধ্যাপনাও আরেকটি স্বপ্ন।