সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার হল অষ্টধাতুর গণেশ মূর্তি। জানা গেছে, বিএসএফ জওয়ানরা উত্তর দিনাজপুরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এক গ্রাম থেকে উদ্ধার করে। একই সঙ্গে বিএসএফ-এর হাতে ধৃত এক মহিলা। বিএসএফ-এর তরফে সন্দেহ করা হয়েছে যে, মহিলাটি মুর্তিটিকে সীমান্তে পাচার করার চেষ্টা করছিল। কিন্তু, বিএসএফ তৎপরতায় তা আর হয়ে ওঠেনি।
ঘটনাটি ঘটে রবিবারে দক্ষিণ দিনাজপুরের এক গ্রামে। অষ্টধাতুর তৈরি গণেশের ওই মূর্তিটি উদ্ধার করে চকগোপাল বিএসএফ ক্যাম্পের ১৩৭ ব্যাটালিয়নের জওয়ানরা। তাঁরা এক গোপন সূত্রে খবর পান যে, উত্তর দিনাজপুরের গোঁসাইপুর গ্রামে অবস্থিত একটি বাড়িতে সন্দেহজনকভাবে একটি মূর্তি রয়েছে। সেই খবরের ভিত্তিতেই মহিলার বাড়িতে তল্লাশি চালান বিএসএফ জওয়ান এবনভ অষ্টধাতুর মূর্তিটি পান।
বিএসএফ সূত্রে জানা গেছে, ৪০ বছর বয়সী ধৃত মহিলার নাম রেখা মালো। তাঁর বাড়িতে ১ কেজি ওজন বিশিষ্ট ও ১২ সেমি উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর মূর্তিটি উদ্ধার হয়। বিএসএফ আপাতত তদন্ত চালাচ্ছে যে, মূর্তিটি বাংলদেশে পাচারের চক্রান্ত চলছিল কিনা। ঘটনা প্রসঙ্গে হিলির আইসি গণেশ শর্মার বক্তব্য, “বিএসএফ-এর তরফে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করে আমাদের কাছে জমা দেওয়া হয়েছে। এছাড়াও একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মূর্তিটি সোমবারে আদালতে তোলা হবে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে”।
2022-03-25