গণেশ চতুর্থীতে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে হিন্দু বিরোধী মিছিল করে একটি খ্রীষ্টান সংগঠন আর তাই নিয়ে বেঁধে যায় ধুন্ধুমার কান্ড।
এই গোটা ঘটনায় মদত দেওয়ার জন্য রেভারেন্ড ডক্টর ডেভিডের (Rev Dr. David) বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ডক্টর ডেভিড স্থানীয় সেন্ট পল্স কলেজ অফ আর্টস এন্ড সায়েন্সের চেয়ারম্যান (Chairman, St Pauls College of Arts and Science) ও একটি খ্রীষ্টান স্বেচ্ছা সেবী সংগঠনের সাথেও যুক্ত।
তাঁর বিরুদ্ধে অভিযোগ , গণেশ পুজোর দিন তিনি শহরে হিন্দু দেবদেবী , হিন্দু ধর্ম , ও হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার ও গণ চেতনা তৈরী করার জন্য কয়েকশো খ্রীষ্টানদের নিয়ে রীতিমতো শোভাযাত্রা করেন। ওই শোভাযাত্রার নাম দেওয়া হয় ‘চেতনা যাত্রা’।
এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে পোস্টার বিলি করা হয় মূর্তি পুজো বন্ধ করার অনুরোধ করে এবং মূর্তি পুজো করা কেন অন্যায় ও অযৌক্তিক সেটা বোঝানোর জন্য।
এদিকে এই ঘটনায় গোটা কোয়েম্বাটোরে সহ তামিলনাড়ুতে হিন্দুদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরী হয়েছে।
হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মুন্নানি (Hindu Munnani) জানিয়েছে যে তারা এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে গণ আন্দোলন গড়ে তুলবে।