আমফানের ধাক্কা এখনও পশ্চিমবঙ্গবাসীর মনে কাঁপুনি ধরায়। এখনও সাভাবিক হয়নি বেশ কিছু এলাকার পরিস্থিতি। অন্যদিকে নিসর্গ মহারাষ্ট্রে আঘাত হেনেছে তাও প্রায় এক সপ্তাহ হতে চলেছে। এমন অবস্থায় বঙ্গোপসাগরে ফের সৃষ্ট একটি নিম্নচাপ।
আবহাওয়াবিদদের আশঙ্কা এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহবিদদের মতে, এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে বঙ্গোপসাগরের বিশেষ অঞ্চলে বায়ুচাপের এমনই তারতম্য ঘটেছে যা ঘূর্ণিঝড়ের পক্ষে তা অনূকুল ৷
যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে সেটি প্রচুর জলীয়বাষ্প নিয়ে মধ্যপ্রদেশে, দিল্লি ও উত্তরপ্রদেশের দিকে এগোবে। এর ফলে ঝড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টি হতে পারে। মনে করা হচ্ছে ঝড়ের গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিমি।
অর্থাৎ বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হলেও আপাতত বঙ্গবাসীর চিন্তার কারণ নেই। নিম্নচাপের প্রভাব পড়বে দিল্লি ও সন্নিহিত অঞ্চলে।
মৌসম বিভাগের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এই নিম্নচাপ আগামী সপ্তাহে ওড়িশার দিকে অগ্রসর হতে পারে ৷ যেকোনও ঘূর্ণিঝড়ের প্রথম ধাপই হল এই ধরনের নিম্নচাপ ৷ তবে সব এই ধরনের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় না বলেও জানিয়েছেন তিনি ৷
অন্যদিকে শুক্রবার দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে এতে সামান্য কমেছে গ্রীষ্মের অস্বস্তিকর গরম তবে শুধু এখানেই শেষ নয় আরও সুখবর দিচ্ছে মৌসম ভবন। আগামী ৫ দিন লু বইবে না, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
শুধু তাই নয়, আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণ এবং মধ্যভারতে টানা বর্ষার শুরু হবে বলেও জানা গিয়েছে। পঞ্জাব। হরিয়াণা এবং রাজস্থানে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে।