- পরের ভোটে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাতেও বিজেপি সরকার গড়তে চলেছে।
- আজ রাজনৈতিক স্থিতি দেখুন। চোদ্দ সালে আমরা দুটো আসন পেয়েছিলাম। এ বার ১৮ টি আসনে জিতেছি। গোটা বাংলা বিজেপিময় হয়ে গিয়েছে। ৪০ শতাংশ মানুষ বিজেপি-কে ভোট দিয়েছে। আড়াই কোটি মানুষ ভোট দিয়ে মোদীজির হাত শক্ত করেছেন।
- গত তিন মাসে তিরিশ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। আমাদের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা সদ্য ওঁদের স্মৃতিতে তর্পণ করেছেন। ওঁদের বলিদান ব্যর্থ হবে না।
- আমরা জনসঙ্ঘ করে বড় হয়েছি। যেটা একবার ধরি, সেটা ছাড়ি না। বলেছিলাম ৩৭০ ধারা বিলোপ করে দেখাব, মোদীজি তা করে দেখিয়েছেন।
- শ্যামাপ্রসাদজির বলিদান যেখানে হয়েছে, ও কাশ্মীর হামারা হ্যায়।
- বাংলা যে এখন ভারতের অংশ তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। নইলে বাংলা পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেত।
- মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এনআরসি বাস্তবায়ন হলে বাংলা থেকে শরণার্থী হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে। এর থেকে বড় মিথ্যা হতে পারে না।
- কিন্তু সমস্ত হিন্দু, শিখ, জৈন, খ্রিষ্টান শরণার্থীদের আশ্বস্ত করে বলতে চাই, তাঁদের ভারত সরকার মোটেই বিতারিত করবে না।
- বিজেপি সরকার এনআরসি-র আগে নাগরিকত্ব সংশোধন বিল পেশ করবে। ভারতের মধ্যে যত হিন্দু, শিখ,জৈন, খ্রীষ্টান শরণার্থী রয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
- প্রত্যেক শরণার্থীর ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠার অধিকার দেওয়া হবে।
- নাগরিকত্ব সংশোধন বিল এই তৃণমূল সাংসদরাই পাশ করাতে দেয়নি।
- মতুয়া সমাজ হোক বা অন্য সমাজের যারা ভারতের নাগরিক হতে পারেননি, তাঁরা জেনে রাখুন তৃণমূল যতই বিরোধিতা করুক নাগরিকত্ব সংশোধন বিল পাশ করানো হবে।
- ভারতে এক জন অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না।
- এই মমতা দিদিই অনুপ্রবেশের বিরুদ্ধে সংসদে সরব হয়েছিলেন। স্পিকার চেয়ারের দিকে গায়ের শাল ছুঁড়ে মেরেছিলেন। আজ ওনার কী হল? ভোট ব্যাঙ্কের রাজনীতি? ৪ অগস্ট ২০০৫ সালে ওই বক্তৃতা দিয়েছিলেন মমতা।
- রাজনীতির স্বার্থ যদি বাংলার উপরে না থাকে তা হলে সেই রাজনৈতিক দলের কী দরকার?
- আমি দলের কর্মীদের বলছি, আপনার প্রতিটা বাড়ি বাড়ি যান। গিয়ে বলুন শরণার্থীদের কোনও ভয় নেই। নিশ্চিত নাগরিকত্ব পাবেন।
2019-10-01