মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের “মহাজনদেশ যাত্রার” অন্তিমলগ্নের পদযাত্রায় যোগদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির দলীয় সূত্র থেকে জানা গিয়েছে। ১লা সেপ্টেম্বর এই অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে।
দেবেন্দ্র ফড়নবিস বর্তমানে দ্বিতীয় দফায় জনসংযোগের কাজে ব্যস্ত রয়েছেন কেননা, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ তার রাজ্যতে শুরু হবে বিধানসভা নির্বাচন। আর সেই উপলক্ষে তিনি দলীয় কর্মসূচীতে ব্যস্ত আছেন।
তার এই কর্মসূচী সোলারপুর জেলাতে এসে রবিবার শেষ হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুষ্ঠানের শেষ লগ্নের পদযাত্রাতে আসবেন বলে জানানো হয়েছে দলীয় সূত্রে।
১ সেপ্টেম্বর সোলারপুরে পদযাত্রার আয়োজন করা হয়েছে যেখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এবং সেখানে এসে দলীয় নেতাদের সঙ্গে মিটিং করবেন বলেও জানানো হয়েছে।
সোমবার, দলীয় সমাবেশ থেকে ফড়নবিস জানিয়েছেন, বিজেপি নেতৃত্বাধীন এই এনডিএ সরকার আরও ২৫ বছর ক্ষমতায় থাকবে কেননা কংগ্রেসের ক্ষমতার অপব্যবহার এবং মানুষের উপর অত্যাচার করার জন্য মানুষ বিজেপির সঙ্গে থাকবে জানিয়েছে।
দলীয় সমাবেশ থেকে সাধারন মানুষকে জানিয়েছেন বিজেপি ক্ষমতায় আসার পর বিগত পাঁচ বছরে তারা কি কাজ করেছেন এবং আগামী দিনেও তারা যে সাধারন মানুষের জন্য কি কি করতে চান সেটিও জানিয়েছেন।
ফড়নবিস ১ অগস্ট থেকে তাঁর জনসংযোগ কর্মসূচী শুরু করেছেন এবং এক মাস ধরে তিনি এই কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। যদিও ৬ অগস্ট থেকে বন্যা হওয়ার কারনে তিনি তাঁর কর্মসূচী বন্ধ রেখেছিলেন।