২১ তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।ভারতের গর্ব, বীরত্ব এবং দৃঢ়চেতা নেতৃত্বে প্রতীক হচ্ছে
কার্গিল বিজয় দিবস বলে জানিয়েছেন তিনি। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় অমিত
শাহ লিখেছেন, যে সকল বীর সেনানী তাদের অদম্য সাহস ও বীরত্ব দিয়ে শত্রুপক্ষকে দুর্গম
কার্গিল থেকে বিতাড়িত করেছিল সেই সব বীর সেনা জওয়ানদের প্রতি কুর্নিশ রইল। মাতৃভূমি রক্ষার জন্য সদা তৎপর বীর সেনানীদের জন্য সর্বদা গর্বিত ভারত। তাদের জন্যই কার্গিলে আজও উড়ছে তেরঙ্গা।
উল্লেখ করা যেতে পারে ১৯৯৯ সালে জম্মু-কাশ্মীরের
কার্গিল সেক্টরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ভারতীয়
সেনাবাহিনী। কার্গিল, দ্রাস, বাটালিক সেক্টর, টাইগার হিল থেকে পাকবাহিনীকে বিতাড়িত
করেছিল ভারতীয় সেনা। প্রায় ৫০ দিন ধরে এই যুদ্ধ চলেছিল। অত্যাধুনিক বোফর্স কামান
ব্যবহার করার পাশাপাশি ভারতীয় বায়ুসেনা প্রথমবার উপমহাদেশের যুদ্ধে লেজার গাইডেড
ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। এই যুদ্ধে গেম চেঞ্জার হয়ে উঠে আসে তৎকালীন শ্রেষ্ঠ
যুদ্ধবিমান মিরাজ ২০০০। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার এ কে ফরটিসেভেন স্বয়ংক্রিয়
আগ্নেয়াস্ত্রে পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা আগ্নেয়াস্ত্র ইন্সাস রাইফেল
ব্যবহার করেছিল।