নির্দিষ্ট ধর্মপ্রধান প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রে অত্যাচারিত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার জন্য NRC বিশেষ প্রয়োজন বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার সংসদে এনআরসি প্রসঙ্গে শাহ বলেন, পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্থানে ধর্মের নামে অমুসলিমদের অত্যাচার করা হয়। তাই সেখানকার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিষ্টান, পার্সি শরণার্থীদের এদেশে নাগরিকত্ব পাওয়াই উচিত। তাই যত দ্রুত সম্ভব নাগরিকত্ব সংশোধনী বিলের দরকার রয়েছে।