প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। শোকাহত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কদিন আগেই দিল্লি এইমসে গিয়ে প্রয়াত নেতাকে দেখে আসেন শাহ। শনিবার তিনি ছিলেন হায়দরাবাদে।
জানা গিয়েছে, সতীর্থ বিজেপি নেতার প্রয়াণে হায়দরাবাদ থেকে কর্মসূচি কাটছাঁট করে দিল্লি ফিরছেন অমিত শাহ।
জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করে অমিত শাহ বলেন, ‘অরুণ জেটলির মৃত্যুতে আমি শোকাহত। আমার কাছে এই ঘটনা এক ব্যক্তিগত ক্ষতি।’ আরও বলেন, ‘জেটলিজির মৃত্যুতে শুধুমাত্র দলের একজন বরিষ্ঠ নেতাকেই হারালাম না বরং পরিবারের একজনকেও হারালাম। আমার কাছে উনি ছিলেন পথপ্রদর্শকের মতো।’
উল্লেখ্য, শনিবার বেলা ১২টা ০৭ মিনিটে দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ৯ অগাস্ট বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে অধিকাংশ সময় ছিলেন ভেন্টিলেশনে।
প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার জন্য এবার বাজেটও পেশ করতে পারেননি জেটলি। সে সময় তাঁর পরিবর্তে বাজেট পেশ করেন পীয়ূষ গোয়েল। চিকিৎসার জন্য বেশ কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন।