রবিবার সকালে কর্ণাটকের হুবলীতে একটি শিশুকে পোলিও ড্রপ খাইয়ে আনুষ্ঠানিকভাবে পালস পোলিও টিকাকরণের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী। ভারত পোলিও মুক্ত একটি দেশ। এই রোগ যাতে কোনও ভাবে দেশের শিশুদের আক্রান্ত করতে না পারে, সেই জন্য এই বিশেষ অভিযান গোটা দেশে চলছে। ভারতের প্রতিবেশী দেশগুলিতে এই রোগ এখনও রয়েছে। তা যাতে কোনও ভাবে এই ভারতে প্রবেশ না করতে পারে তার জন্য আগামী তিনদিন ধরে চলবে এই টিকাকরণ অভিযান। পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও খাওয়ানো হবে।
প্রসঙ্গে ১৯৯৯ সালে শেষবার পোলিওতে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল। তার পর থেকে আর কোন পোলিও আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসেনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী গোবিন্দ কারজৌর, স্বরাষ্ট্রমন্ত্রী বসবরাজ বেম্মাই, জেলাশাসক দীপা চৌলন।
উল্লেখ করা যেতে পারে এর আগে শনিবার সিএএ-র সমর্থনে এক বিশাল সমাবেশে অংশগ্রহণ করেছিলেন অমিত শাহ। পরে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।
2020-01-19