বর্তমান কোভিড পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে বহু রাষ্ট্র যেমন ফ্রান্স, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া ইত্যাদি ; আর এই অবস্থাতেই ভারতের পাশে দাঁড়িয়েছে এক নন- প্রফিট সংস্থা, সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ।
এই হিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন কোভিদের দ্বিতীয় ঢেউয়ে ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে “হেল্প ইন্ডিয়া ডোফিট কোভিড-১৯’ উদ্যোগের মাধম্যে এখনো পর্যন্ত সংগ্রহ করেছে প্রায় ৫ মিলিয়ন ইউএস ডলার। যা ভারতীয় মূল্যে প্রায় ৩৫ কোটির একটু বেশি। আর সেবা ইন্টারন্যাশনালের এই মহান কর্ম শুভেচ্ছা কুড়াচ্ছে সবদিক থেকে।
১১ই মে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেবা ইন্টারন্যাশনাল এখনো পর্যন্ত প্রায় ৭৪৮২ টি অক্সিজেন কন্সেনট্রেটর, ২০ হাজারের উপপর পাল্স অক্সিমিটার, ২৫০টি ভেন্টিলেটর, ২৫৬ টি কো-ভেন্টিলেটর, ১১৭৮ টি BIPAP এবং CPAP ইত্যাদি দিয়ে ভারতের লক্ষ লক্ষ মানুষেক এই যুদ্ধে সাহায্য করেছে। এছাড়াও পিপিয়ি কিট, মাস্ক, ইত্যাদি পাঠিয়েছে ” হেল্প ইন্ডিয়া ডিফিট কোভিড-১৯” উদ্যোগের আওতায়। কয়েকশো হাসপাতাল এবং কয়েক হাজার রোগী প্রত্যক্ষভাবে উপকার পেয়েছে সেবা-র। এছাড়াও এখনো সাহায্যের হাত বাড়িয়েই রাখবে বলে জানিয়েছে সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ।
দেশের প্রত্যেকটি কোনাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে, কেরল থেকে পশিবমঙ্গ সব জায়গাতেই দূত স্বরূপ পৌঁছে গেছেন সংস্থার স্বেচ্ছাসেবকরা।
সেবা ইন্টারন্যাশনাল ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশকে এই কোভিড পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে চলেছে। তার মধ্যে নেপালকে ১ লক্ষ ডলার, ত্রিনিদাদ এবং তোবাগোকে ৫০ হাজার ডলার অন্যতম।
সেবা ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক অনলাইন তহবিল তৈরি করেছে ভারতকে সাহায্যের জন্য তা খোলা থাকবে ৩১ শে মে পর্যন্ত।
এই করোনার গ্রাসে পরা পৃথিবীতে সেবা ইন্টারন্যাশনালের মত স্বেচ্ছাসেবী সংস্থারা এক আশীর্বাদের ন্যায় উপস্থিত হয়ে কাজ করে চলেছে বিশ্বকে এই মহামারী থেকে সুস্থ করতে তা অত্যন্ত প্রশংসনীয়।
বাপ্পাদিত্য ঘোষ