চিনকে শিক্ষা দিতে ভারতের সঙ্গে সামরিক গাঁটছড়া বাঁধবে আমেরিকা

চিনকে (China) শিক্ষা দিতে ভারতের (India)সঙ্গে সামরিক গাঁটছড়া বাঁধতে চায় আমেরিকা। মার্কিন সিনেটের টম টি লিস বৃহস্পতিবারের জন্য ১৮ দফার পরিকল্পনা নিয়ে আসেন প্রকাশ্যে। তিনি বলেন চিনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA) এবং সারা পৃথিবীকে জাগিয়ে তুলতে এটাই সব থেকে ভালো সময়। তার আরো বক্তব্য চিন সরকার করোনা ভাইরাস (Coronavirus) নিয়ে ক্রমাগত মিথ্যে কথা বলে গেছে। সেইসঙ্গে করেছে তথ্য বিকৃতি। চিনের এই ভ্রষ্টাচারে সারা পৃথিবী এখন বিপর্যস্ত। কাজেই এই দেশের সঙ্গে দূরত্ব বাড়ানোই এখন সবথেকে উচিত কাজ।

এই পরিকল্পনায় কুড়ি কোটি ইউএসডি ফান্ডিংয়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ তাইওয়ান এবং ভিয়েতনামের সঙ্গে সামরিক সখ্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। জাপানকে তার সামরিক শক্তি তৈরি রাখতে বলা হয়েছে। জাপান এবং দক্ষিণ কোরিয়াকে অস্ত্রসজ্জা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে চিনের ওপর বাণিজ্যিক নির্ভরতা কম করা হবে। চিন যদি আমেরিকার প্রযুক্তি চুরি করতে যায়, তাহলে সর্বশক্তি দিয়ে আটকানো হবে চিনা হ্যাকারদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা বাড়ানো হবে। চিনা প্রযুক্তি কোম্পানির উপরে জারি করা হবে নিষেধাজ্ঞা। মার্কিন সিনেটের আরও বলেন। চিন যদি মিথ্যে কথা না বলতো তাহলে হাজার হাজার আমেরিকান এভাবে মারা যেত না। ভয়ানক রোগ থেকে বেঁচে যেতেন অন্য দেশের মানুষরাও।

চিনের মিথ্যাচারের জন্য আজ পৃথিবী বিপদের মুখে। এরপর থেকে চিন থেকে আর কখনই জীবনদায়ী ওষুধ আনা হবে না বলে জানিয়েছেন তিনি। সেনেটরের মতে, খানিকটা সময় লাগবে, কিন্তু সাপ্লাই চেইন চালু করতে খুব বেশিদিন লাগাবে না আমেরিকার ! চিনকে মুখের মত জবাব দেওয়া যাবে তখনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.