ভারতকে ভালবাসে আমেরিকা, আমেরিকা ভারতকে সম্মান করে এবং আমেরিকা সর্বদা ভারতীয় জনগণের প্রতি বিশ্বস্ত ও অনুগত বন্ধু থাকবে| সোমবার দুপুরে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়ামে আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে এই মন্তব্যই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করে ট্রাম্প বলেছেন, ‘একজন ব্যতিক্রমী নেতা, ভারতের একজন অনবদ্য চ্যাম্পিয়ন, একজন ব্যক্তি যিনি নিজের দেশের জন্য দিন-রাত কাজ করে চলেছেন, আমার প্রকৃত বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি| এই অসাধারণ আতিথেয়তাকে আমরা সর্বদা মনে রাখব, এই আতিথেয়তা আমি ও মেলানিয়া চিরকালের জন্য মনে রাখব| এই দিন থেকে, ভারত সর্বদা আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করবে|’ ট্রাম্পের কথায়, ‘ভারতকে ভালবাসে আমেরিকা, আমেরিকা ভারতকে সম্মান করে এবং আমেরিকা সর্বদা ভারতীয় জনগণের প্রতি বিশ্বস্ত ও অনুগত বন্ধু থাকবে|’ডোনাল্ড ট্রাম্প এদিন বলেছেন, পাঁচ মাস আগে টেক্সাসের একটি বিশাল ফুটবল স্টেডিয়ামে আপনাদের মহান প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছিল আমেরিকা এবং আজ আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে আমাদের স্বাগত জানাল ভারত| বন্ধু নরেন্দ্র মোদীর জন্য গর্বিত| মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে শ্রদ্ধা করে| একজন চা-ওয়ালা ভারতকে নেতৃত্ব দিচ্ছেন| সবাই তাঁকে ভালবাসেন, তবে আমি আপনাদের বলতে চাই, তিনি খুব অদম্য|…মানুষের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছে ভারত| ভারতে হিন্দু-মুসলমান-খ্রিস্টান একসঙ্গে থাকেন| সব ধর্মের মানুষ ভারতে মিলেমিশে থাকেন| গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সহিঞ্চু দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে ভারত| সবার সম্মান রক্ষা করে চলেছে ভারত| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আপনি শুধুমাত্র গুজরাটের গর্ব নন, আপনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে ভারতীয়রা যে কোনও কিছুই অর্জন করতে পারেন, যা তাঁরা চায়| প্রধানমন্ত্রী একটি অবিশ্বাস্য উত্থানের চলমান গল্প|বলিউড চলচ্চিত্র এবং ক্রিকেটার শচিন তেণ্ডুলকর ও বিরাট কোহলির ভূয়শী প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বিশ্বের সর্বত্র বলিউড ছবি, ভাঙড়া এবং ডিডিএলজে এবং শোলের মতো ক্লাসিক ছবি দেখে আনন্দিত হন মানুষজন| এই দেশে সারা বছর প্রচুর সিনেমা তৈরি হয়, প্রতিভায় পরিপূর্ণ এই দেশ| বহু ক্রিকেটার তৈরি হয়েছে এই দেশে, তার মধ্যে অন্যতম শচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি| শচিন তেণ্ডুলকর, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের জন্য আপনারা উত্সাহ ব্যক্ত করেন| ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়েছেন, আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সব সময় সাহায্য করব| অত্যাধুনিক এবং সর্বাধিক ভয়ঙ্কর সামরিক সরঞ্জাম ভারতকে সরবরাহ করার জন্য আমরা মুখিয়ে রয়েছে| আমরা সেরা সরঞ্জাম তৈরি করি এবং আমরা এখন ভারতের সঙ্গে চুক্তি করছি| উগ্র ইসলামী সন্ত্রাসবাদের হাত থেকে নাগরিকরদের রক্ষা করতে ঐক্যবদ্ধ উভয় দেশই| আমার প্রশাসনের অধীনে আইসিস-এর রক্তপিপাসু খুনিদের প্রতিহত করতে আমেরিকান সামরিক বাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছি| বর্তমানে আইসিস-এর ১০০ শতাংশ আঞ্চলিক ফেলাফত ধ্বংস হয়ে গিয়েছে| আল বাগদাদি মারা গিয়েছে| ট্রাম্প আরও জানিয়েছেন, ভারত ও আমেরিকা মিলে উন্নততর ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে| একসঙ্গে কাজ করে দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নত হবে বলে আমার আশা| আগামীকাল ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হবে| সন্ত্রাসবাদ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘সন্ত্রাসবাদ রুখতে এবং সন্ত্রাসীদের মতাদর্শের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা ও ভারত| সন্ত্রাসবাদী সংগঠন এবং পাকিস্তানি সীমান্তে জঙ্গিদের তত্পরতা রুখতে ইতিবাচকভাবে কাজ করছে আমার সরকার|…পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল| দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে উত্তেজনা হ্রাস, স্থিতিশীলতা এবং সম্প্রীতির জন্য আমরা আশাবাদী|’
2020-02-24