চিনের বিরুদ্ধে এক আমেরিকা, ভারত! দুই দেশের সেনার মধ্যে তথ্য আদান প্রধানে আতঙ্কে বেজিং

ক্রমেই সুদৃঢ় হচ্ছে ভারত ও আমেরিকার সম্পর্ক (India America Relation)। আরও জোড়ালো হচ্ছে ভারতীয় ও আমেরিকা সেনার মধ্যে সম্পর্কও। এক ধাপ এগিয়ে এবার সরাসরি মার্কিন সেনা গোপন তথ্য সরবরাহ করল ভারতে। গত বছর ডিসেম্বর মাসে চিনের সঙ্গে সীমা সংঘাতের সময় ভারতকে বিভিন্ন ভাবে সাহায্য করে আমেরিকা। মার্কিন সাহায্যেই চিনা সেনাকে (Chinese Army) সীমার বাইরে করে দেয় ভারতীয় সেনা।গত বছর ডিসেম্বর মাসে অরুণাচল প্রদেশ সীমান্তে ভারতীয় সেনার সাথে চিনের লাল ফৌজের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময়ই প্রথমবার আমেরিকান সরকার চিনা সেনার অবস্থান এবং সংখ্যা বিষয়ে ভারতীয় সেনাকে তথ্য দেয়। এমনকি চিনা সেনার অবস্থানের স্যাটেলাইট ইমেজারিও ভারতে পাঠিয়ে দেয় হোয়াইট হাউস।প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ সীমান্তে সংঘাতে জড়ায় ভারতীয় এবং চিনা বাহিনী। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, গত ৯ ডিসেম্বরের সেই ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন আহত হন। এই সংঘাতের ঘটনায় ভারতীয় জওয়ানের থেকে অনেক বেশি সংখ্যক চিনা সৈন্য আহত হয়েছে।তেজপুরের প্রতিরক্ষা বিষয়ক জনসংযোগ আধিকারিক জানান, গত শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল পিপলস লিবারেশন আর্মি বা চিনা সেনা। ‘দৃঢ়ভাবে’ পালটা জবাব দিয়েছিলেন ভারতীয় জওয়ানরা। সেই মুখোমুখি সংঘাতের জেরে দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন। অবিলম্বে দু’পক্ষই ওই এলাকা থেকে পিছু হটে গিয়েছে।। সূত্রের তরফে জানানো হয়েছে যে চিনের বাহিনীকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় বাহিনী। প্রায় ৩০০ সৈন্যকে নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিল চিন। কিন্তু তাতেও সুবিধা করে উঠতে পারেনি। ওই সংঘাতে যতজন ভারতীয় জওয়ান আহত হয়েছেন, তার থেকে অনেক বেশি চিনা আহত হয়েছে। চিনা সেনা ভাবতেই পারেনি যে ভারত এরকমভাবে প্রস্তুত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.