পঞ্জাবে নৈশ কারফিউর ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পঞ্জাবের সমস্ত শহরে আগামী ১ ডিসেম্বর থেকে লাগু হবে নৈশ কারফিউ। ১ ডিসেম্বর থেকে রাত দশটা থেকে পরবর্তী দিন সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে নৈশ কারফিউ। যদি কেউ তা অমান্য করেন অথবা অনভিপ্রেত আচরণ দেখান, মাস্ক না পরেন, সামাজিক দূরত্ব যদি না মানেন, তাহলে দ্বিগুন জরিমানা করা হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। নৈশ কারফিউ নিয়ে পর্যালোচনা করা হবে ১৫ ডিসেম্বর। অর্থাৎ ১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পঞ্জাবে লাগু থাকছে নৈশ কারফিউ।
পঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বরের পর থেকে রাত ৯.৩০ মিনিটের মধ্যেই সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং বিবাহ স্থান বন্ধ করে দিতে হবে। রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে, ফলে পঞ্জাবেও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সমস্ত দিক বিচার বিবেচনা করেই নৈশ কারফিউ লাগু করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। করোনা-সংক্রান্ত উচ্চ-পর্যায়ের বৈঠকে পর বুধবার পঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা-সম্পর্কিত বিধিনিষেধ না মানলে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
2020-11-25