অমরেন্দ্র সিং কংগ্রেসের নেতা হলেও উনি ভারত সরকারের সাথে দাঁড়িয়ে আছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের নেতা অমরেন্দ্র সিং। ইনি একমাত্র কংগ্রেসের ব্যক্তিত্ব যিনি গান্ধী পরিবারের দালালি করেন না। পুরো কংগ্রেস পার্টি যখন গান্ধী পরিবারের দালালি করতে গিয়ে পাকিস্থানের সুরে কথা বলছে তখন অমরেন্দ্র সিং ভারত সরকারের কাজে একজোট হয়ে নেমে পড়েছেন।
ক্যাপ্টেন অমরেন্দ্র সিং একজন মুখ্যমন্ত্রী হিসেবে দেশের প্রতি নিজের দায়িত্বকে পালন করছেন এবং পাকিস্থানের সাথে লড়াই করছেন। অমরেন্দ্র সিং দেশের একজন প্রাক্তন সৈনিক এবং উনি এখন সৈনিকের মতো করেই পাকিস্থানের বিরূদ্ধে লড়াই করছেন। কিছুদিন আগেই ভারত সরকার পাকিস্থানে যাওয়া জলকে আটকে দেওয়ার কথা বলেছিল। কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গতকারী বলেছিলেন যে তিনটি নদীর জল যা পাকিস্থানের দিকে যাচ্ছে সেই জলকে ঘুরিয়ে ভারতেই কাজে লাগানো হবে।
এই জল ভারতের এবং ভারতের মানুষের কাজে জলকে ব্যাবহার করা হবে। শুধু জম্মুকাশ্মীরের এলাকা থেকে নয়, পাঞ্জাবের এলাকা থেকেও নদী পাকিস্থানে বয়ে যায়। সেই নদীর জলকে আটকানোর জন্য সামনে এগিয়ে এসেছেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। পাঞ্জাব থেকে যাওয়া জলকে আটকানোর জন্য অমরেন্দ্র সিং ব্যারেজ নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। এই ব্যারেজ নির্মানের জন্য ২৭০০ কোটি টাকা খরচ হবে। তবে ব্যারেজ একবার নির্মাণ হয়ে গেলে পাকিস্থানে যাওয়া জল ভারতের মানুষেরাই ব্যাবহার করবেন। ৮ই মার্চ অমরেন্দ্র সিং ব্যারেজ নির্মাণের জন্য শিল্যানাস করেছেন।
একদিকে যখন পুরো কংগ্রেস পার্টি মোদী সরকারের বিরোধ ও এয়ার স্ট্রাইকের প্রমাণ চাইতে ব্যাস্ত তখন অমরেন্দ্র সিং প্রথম থেকে দেশের হয়ে কথা বলেছেন। পুলবামা হামলার পর থেকেই প্রাক্তন সৈনিক তথা মুখ্যমন্ত্রী পাকিস্থানের নিন্দা করে এসেছেন।