ও’ হেনরি পুরস্কার পেলেন বাঙ্গালী সাহিত্যিক অমর মিত্র

বাংলা সাহিত্যের অত্যন্ত গর্বের দিন। বহু বছর বাদে আন্তর্জাতিক পুরস্কার লাভ বাংলা সাহিত্যের দরবারে। ও’ হেনরি সাহিত্য পুরস্কার (O. Henry Prize 2022) পেয়েছেন সাহিত্যিক অমর মিত্র (Amar Mitra)। বাঙ্গালী হিসেবে এই পুরস্কার অত্যন্ত গর্বের বিষয়।

অন্তত চার দশক আগে সাহিত্যিক অমর মিত্র ছোটোগল্প লিখেছিলেন, নাম ‘গাঁওবুড়ো’। গ্রামীণ রাঢ়বাংলার আটপৌরে জনজীবনের ছবি ফুটিয়ে তুলেছিলেন। কুসুমপুরের বুড়ো ফকিরচাঁদের অনবদ্য কাহিনি-চিত্র ফুটে উঠেছে গল্পে। বহু বছর পর গতবছর আমেরিকার একটি সাহিত্য পত্রিকায় ‘দ্য কমন’-এ গল্পটি প্রকাশ পায়। ইংরেজি ভাষায় অনূদিত এই গল্পটির নাম ‘দ্য ওল্ড ম্যান অফ কুসুমপুর’। অনুবাদক অনীশ গুপ্ত। আর সেই গল্পের হাত ধরেই আন্তর্জাতিক পুরস্কার লাভ অমর মিত্রর।

সাহিত্যিক অমর মিত্র তাঁর নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, “এক প্রত্যাখ্যাত গল্প গাঁওবুড়ো। অমৃত পত্রিকার পুজো সংখ্যার বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরেও গল্প প্রকাশিত হয়নি পত্রিকার বিজ্ঞাপন এসে যাওয়ায়। সাধারণ সংখ্যায় প্রকাশিত হওয়ার পর সম্পাদক বড় লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় এক আড্ডায় হাজির। মস্ত শরীর নিয়ে চারতলায় উঠে এলেন। হাতে কুবেরের বিষয়-আশয়। জোড়হাতে বললেন, তুমি আমাকে মার্জনা করবে ভাই, পুজো সংখ্যার সেরা গল্প আমি বাদ দিলাম। এই বইটা তোমায় দিলাম। সেই প্রথম পুরস্কার।” এত বছর পর গোটা বিশ্বের দরবারে নতুন করে ছড়িয়ে পড়ল গাঁওবুড়োর গল্প।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১০০ বছরেরও বেশি সময় ধরে ও হেনরির নামাঙ্কিত এই পুরস্কার দেওয়া হচ্ছে। ফিকশন গল্প এবং তার অনুবাদের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়।ধীরে ধীরে পাল্টে যাচ্ছে চিত্রপট। এই পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছে সল বেলো, অ্যালিস মুনরো, উইলিয়াম ফকনার, ফ্রেডেরিক টুটেন, স্টিফেন কিং ইত্যাদি একের পর এক ভারী নাম। এদের মধ্যে অনেকেই নোবেলজয়ী। আজ থেকে সেই তালিকায় বাঙালি সাহিত্যিক অমর মিত্রের-ও নাম‌ও সংযোজিত হল। বিশ্ব মানচিত্রে আবারও উজ্জ্বল হল বাংলা তথা ভারতবর্ষের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.