একটা বহুল প্রচলিত প্রবাদ আছে , রাজনীতিতে কেউ সারাজীবনের বন্ধুও নয় আবার শত্রুও নয়।
এই প্রবাদটা যে মিথ্যে নয় তার প্রমান ইতিহাস বারবার দিয়েছে , আবারো দিলো।
মধ্য প্রাচ্যে চলতে থাকা চিরন্তন সংঘর্ষে এবার সরাসরি ইজরায়েলের বিরোধিতায় নামলো রাশিয়া।
এতদিন পর্যন্ত ওই ইহুদি দেশের পক্ষে কথা না বললেও সরাসরি তাদের বিরোধিতাও করেনি রাশিয়া। কিন্তু এবার সরাসরি ইজরায়েলের সমালোচনা করা হলো সরকারিভাবে রাশিয়ার তরফে।
এদিকে ইজরায়েলের বিমানবাহিনীকে প্রতিহত করার জন্য সিরিয়াকে নতুন ডিফেন্স মিসাইল সিস্টেম ও দিয়েছে রাশিয়া। ইজরায়েলের এফ ১৬(F- 16) বিমান কে ধ্বংস করার জন্য অত্যাধুনিক বি ইউ কে এম 2 ই (BUK – M2E) মিসাইল সিস্টেম (Missile system)সিরিয়া কে দিয়েছে রাশিয়া এবং এরই সাথে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র কে অনুরোধ করেছে এই ব্যাপারে ইজরায়েলের পাশে না দাঁড়াতে।
রাশিয়ার সাথে নতুন বোঝাপোড়াতে গিয়ে কার্যত এই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা পরোক্ষ ভাবে ইজরায়েলের পাশে পরোক্ষভাবে থাকলেও প্রত্যক্ষ ভাবে আর থাকছেনা।
কিন্তু কেন এমন করলো রাশিয়া ?
এর উত্তর পুরোটাই আসলে লুকিয়ে আছে অস্ত্র ব্যাবসার হিসাব নিকাশে। ধুঁকতে থাকা রাশিয়ান অর্থিনীতি এখন অনেকটাই নির্ভর অস্ত্র ব্যাবসার উপর। অন্যদিকে মার্কিন অর্থনীতি কেও শক্তি যোগায় অস্ত্র ব্যবসা , তাই এই ব্যাপারে কেউ কাউকে ঘাঁটাচ্ছেনা। তবে সূত্রের খবর রাশিয়ার অত্যাধুনিক বি উ কে এম 2 ই (BUK – M2E)এর প্রতিষেধক ও নাকি তৈরী আছে ইজরায়েলের কাছে।