লক্ষ্মীবারেই বেড়েছে গ্যাসের দাম। ফলে চিন্তিত মধ্যবিত্তরা। তবে সকালে গ্যাসের দাম বাড়লেও, বিকেলে কমল তেল, ডালের দাম। ফলে মধ্যবিত্তদের কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেল। লকডাউনের কারণে সব থেকে বেশি দাম বেড়েছিল ছোলার ডালের। এবার অনেকটাই সস্তা হল এই ছোলার ডাল।
এদিন গ্যাসের দাম প্রতি লিটার পিছু ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে, কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ লিটার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৮৬১ টাকা। এই খবর শুনেই মধ্যবিত্তদের চিন্তা বেড়ে গিয়েছে। অবশ্য বিকেলে তেল এবং ডালের দাম কমে যাওয়ায় কিছুটা হলেও চিন্তা কমল। এদিন সব থেকে বেশি দামে পতন দেখতে পাওয়া গিয়েছে ছোলার ডালের দামে। গত এপ্রিল মাসে ডালের সর্বাধিক দাম থেকে রেকর্ড করেছিল, জুলাই মাসের প্রথম দিনেই তার পতন লক্ষ্য করা গিয়েছে ৷
বর্তমানে ছোলার ডালের দাম দাঁড়িয়েছে প্রতি ক্যুইন্টাল পিছু ৫, ১০০ টাকা। মধ্যপ্রদেশ ও রাজস্থানের বাজারে দাম দাঁড়িয়েছে ৪, ৬০০ টাকা থেকে ৪, ৯০০ টাকার মধ্যে। দাম কমেছে মুগডাল ও অড়হর ডালেরও।
2021-07-02