বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন অব্যাহত। এবার হিন্দু পুরোহিতের দেহ সৎকারে বাধা দিল মুসলিমরা। শুধু তাই নয়, বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ গোবর্ধন গ্রামে হিন্দুদের উপর হামলা এবং শ্মশান ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
জানা গিয়েছে, গতকাল দক্ষিণ গোবর্ধন গ্রামে নিজের বাড়িতে মারা যান অনিল চন্দ্র মৈত্র (৭০)। তিনি স্থানীয় তারা মায়ের মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। কিন্তু সমস্যা শুরু হয় শ্মশানে দেহ সৎকার করতে গেলে।
স্থানীয় সূত্রে খবর, ওই পুরোহিতের দেহ সৎকার করতে শ্মশানে নিয়ে গেলে বাধা দেয় একদল মুসলিম দুষ্কৃতী। তাদের দাবি, ওই শ্মশানের জমি তাদের পারিবারিক সম্পত্তি। এ নিয়ে বচসা শুরু হয়। পরে ওই দুষ্কৃতীরা দেহ সৎকারে যাওয়া হিন্দুদের উপরে হামলা চালায়।
আক্রান্ত হিন্দুদের অভিযোগ, অভি ইসলাম নামে এক দুষ্কৃতী তাদের উপর দলবল নিয়ে চড়াও হয়। বাঁশের লাঠি দিয়ে বেদম পেটানো হয়। দুষ্কৃতীদের মারে ৫ জন আহত হয়েছে।
ঘটনার বিষয়ে দুঃখপ্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য মোঃ রাসেল সরদার বলেন, ‘পুরোহিত অনলি চন্দ্র মৈত্রর সৎকারের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার পর শ্মশান ভাঙচুরসহ হামলার খবর পেয়ে তিনিসহ এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। বিষয়টি তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে’।