উত্তাল হল রাজ্যসভা। বিরোধীরা মূলত দুই কক্ষেই তথা লোকসভা ও রাজ্যসভাতে ওয়েলে নেমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে জিএসটি চাপানো, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে বিরোধিতা প্রদর্শন করতে শুরু করে। তখনই রাজ্যসভায় তুমুল শোরগোল শুরু হলে ক্ষুদ্ধ হয়ে যান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
ঘটনাটি ঘটে সোমবারে, ভারতের নয়া প্রেসিডেন্ট হিসাবে দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণের পরেই। এই পরিস্থিতিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ক্ষুব্ধ হয়ে বলেন, “আপনাদের আচরণ সংসদীয় মর্যাদার পরিপন্থী। সরকার আলোচনা চায়, আপনারা আলোচনা চাইলে অবশ্যই সুযোগ পাবেন, কিন্তু বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না৷ আপনাদের আরও একটা সুযোগ দিচ্ছি৷ বেলা তিনটের পরে কেউ যদি সংসদে বিশৃঙ্খলার সৃষ্টি করেন, তাহলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে”।
উল্লেখ্য, সোমবারে দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে দুপুর দুটো নাগাদ সংসদে কাজ শুরু হয়। এরপরে, প্রায় ৩টে বেজে গেলেও সংসদে বিরোধীদের প্রতিবাদ অব্যাহত থাকে। এই বিরোধিতা প্রদর্শনের জেরেই এবার সাসপেন্ড হল ৪ সাংসদ।