দীর্ঘ ২৮ বছর অপেক্ষার পর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দিলো আদালত। আজ সিবিআই-এর স্পেশাল কোর্টের বিচারপতি রায় দেন যে, অভিযুক্তরা সকলেই নির্দোষ। আদালতের পর্যবেক্ষণ, উনারা বরং বাবরি মসজিদ ধ্বংস আটকানোর চেষ্টা করেছিলেন।
কোর্টের এই রায়ের ফলে বিজেপির বড় বড় নেতারা কলঙ্কমুক্ত হলেন। বাবরি মসজিদ ধ্বংস করার অভিযোগ ছিল লালকৃষ্ণ আদবানী, উমা ভারতী, বিনয় কাটিহার, স্বাক্ষী মহারাজসহ ৩২ জন নেতার নামে। কিন্তু যে প্রমান পেশ করা হয়েছিল, তাঁর মধ্যে কোনো সারবত্তা খুঁজে পায়নি আদালত। তাছাড়া, আদালতের মতে, অভিযুক্তদের বিরুদ্ধে যেসব প্রমান পেশ করা হয়েছিল, তা অনেকটাই পরিকল্পিত। ফলে সব দিক বিচার করে অভিযুক্তদের বেকসুর খালাস করার নির্দেশ দেন বিচারপতি।