পুনেতে চলছে আরএসএস এর অখিল ভারতীয় সমন্বয় বৈঠক‚ উপস্থিত আছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা। উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘অখিল ভারতীয় সমন্বয় বৈঠক’ অনুষ্ঠিত হচ্ছে মহারাষ্ট্রের পুণেতে পরশুরামভাউ কলেজে। ১৪ থেকে ১৬ই সেপ্টেম্বর এই বৈঠক চলবে। বর্তমান সামাজিক ও জাতীয় পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা, শিক্ষা এবং অর্থনীতির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনায় উঠে আসবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির প্রধান জেপি নাড্ডা আজ এই সমন্বয় সভায় যোগ দেওয়ার কথা। কিন্তু এটি ক্লোজড ডোর মিটিং হওয়ায় অমিত শাহ উপস্থিত ছিলেন কিনা তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়াও উপস্থিত আছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলেও।
বিদ্যা ভারতী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, সাক্ষম, বনবাসী কল্যাণ আশ্রম, সেবা ভারতী, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্র সেবিকা সমিতি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় কিষাণ সংঘ এর মতো সঙ্ঘ পরিবারের ( বিচার পরিবার) ৩৬ টি সমমনোভাবাপন্ন সংগঠনের প্রায় ২৬৭ জন জন প্রতিনিধিও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের সমন্বয় বৈঠকে যোগ দিয়েছেন।
সঙ্ঘের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে‚ “এই সমস্ত সংগঠন বহু বছর ধরে সামাজিক জীবনে সক্রিয় রয়েছে এবং তাদের কঠোর পরিশ্রমে তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে একটি বিশেষ স্থান তৈরি করেছেন। তারা বৈঠকে তাদের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরবেন।”
জাতীয় পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা, শিক্ষা, সেবাকার্য এবং অর্থনীতির মতো বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সমাজে হওয়া বিভিন্ন পরিবর্তন ও তার থেকে উদ্ভুত সমস্যাগুলি ও তার সমাধানের দিকনির্দেশনাও এখানে আলোচনা হওয়ার কথা। স্বদেশি ও বসুধৈব কুটুম্বকমের বিস্তার এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে। পরিবেশ-বান্ধব জীবনধারা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার মতো বিষয়গুলিও বৈঠকে উঠে আসবে।
বৃহস্পতিবার সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং হোসাবলে ভারত মাতার ছবিতে ফুল দিয়ে সমন্বয় বৈঠকেত উদ্বোধন করেন।
সৌভিক দত্ত