ঘটনার সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট ঘিরে। এদিন তিনি দুপুর ৩ টে নাগাদ একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘শুনে অবাক হলাম যে, ক্রিসমাসে কেন্দ্রীয় সরকার মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে! তাদের ২২ হাজার রোগী ও কর্মচারী খাবার ও ওষুধ ছাড়াই পড়ে আছে।
Missionaries of Charity : মাদার টেরেজা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ করে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার খবর তাঁদের কাছে নেই। এই কথা জানিয়েছে মিশনারিজ অব চ্যারিটি কর্তৃপক্ষ। তাদের দাবি, আর পাঁচদিনের মতোই ব্যাঙ্ক অ্যাঙ্কাউন্ট সচল রয়েছে।
ঘটনার সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট ঘিরে। এদিন তিনি দুপুর ৩ টে নাগাদ একটি টুইট করেন। সেখানে লেখেন, ‘শুনে অবাক হলাম যে, ক্রিসমাসে কেন্দ্রীয় সরকার মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে! তাদের ২২ হাজার রোগী ও কর্মচারী খাবার ও ওষুধ ছাড়াই পড়ে আছে। আমরা জানি যে, আইন সর্বাগ্রে। তবে মানবিক প্রচেষ্টার সাথে আপস করা উচিত নয়।’
এই টুইট সামনে আসার পর একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। তবে ইন্ডিয়া টুডের পক্ষে যোগাযোগ করা হয় মিশনারিজ অব চ্যারিটি কর্তৃপক্ষের সঙ্গে। তাদের জানানো হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কোনও খবর তাদের কাছে নেই।
মিশনারিজ অব চ্যারিটির তরফে সুনীতা কুমার বলেন, ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কোনও খবর আমাদের কাছে নেই। আর পাঁচটা দিনের মতোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফেও এই নিয়ে আমাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি বা কোনও কথা হয়নি। আমাদের সব ঠিক আছে।’