খুব অল্প সময়ের মধ্যেই যে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আলিয়ার কেরিয়ার গ্রাফ এক বাক্যে সে কথা স্বীকার করবে। সদ্য মুক্তি প্রাপ্ত “গলি বয়” নিয়ে আলাদা প্রশংসার দরকার নেই আলিয়ার। চলতি বছরেই বড়দিনে মুক্তি পাওয়ার কথা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের “ব্রহ্মাস্ত্র”। ইতিমধ্যে শেষ হয়েছে “কলঙ্ক” ছবির শ্যুটিংও।
তবে এখানেই থেমে নেই তালিকা, মেন্টর করণ জোহরের “তখত” রয়েছে আলিয়ার ঝুলিতে। যদিও শ্যুটিং শুরু হবে আগামী বছর। শোনা যাচ্ছে, এরই মধ্যে আরও একটি বড় প্রোজেক্ট হাতে এসেছে ভাট কন্যার। পর্বতারোহী অরুণিমা সিনহার বায়োপিকে অভিনয় করতে চলেছেন আলিয়া। যেখানে আগে কঙ্গনার অভিনয় করার কথা থাকলেও আলিয়াকেই নির্বাচিত করা হয়েছে অবশেষে। “বর্ন এগেইন অন দ্য মাউন্টেন: অা স্টোরি অফ লসিং এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক” বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হবে অরুণিমার বায়েপিক। ছবির প্রস্তাবে অভিনেত্রী রাজি হয়েছেন বলেই জানা যাচ্ছে। আর চরিত্রের খাতিরে ওজন বাড়ানো, পর্বতারোহণের ট্রেনিং নেওয়া থেকে সব কিছুই রপ্ত করতে হবে আলিয়াকে। এই চরিত্রটি যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে।
প্রসঙ্গত অরুণিমা সিনহা একজন জাতীয় সতর্ক ভলিবল প্লেয়ার ছিলেন। কিন্তু ২০১১ সালে ট্রেনে কিছু দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায় সেই ধাক্কাধাক্কিতে চলন্ত ট্রেন থেকে পড়ে যান অরুণিমা। একটি পা বাদ যায় দুর্ঘটনায়।
এর পরেই শুরু হয়ে নতুন অধ্যায় নিজের চেষ্টায় এক পায়ে জয় করেন এভারেস্ট। সেই লড়াই এবার দেখা যাবে পর্দায়।