আলি আকবর হলেন রাম সিংঘম

” আলি আকবর হলেন রাম সিংঘম!”
মুভি দেখা হয় না আমার।তেমন ইচ্ছা বা সময় হয় না। যদিও আমার ফ্ল্যাট, চেম্বার দুইই টলিউড় পাড়াতেই।অনেক সময়েই বাংলা চিত্র জগতের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযেজকরা আসেন আমার চেম্বারে।তবে তা আমার পেশাগত কারনে। তাই আলোচনা ফিল্ম সংক্রান্ত বিষয়ের পরিবর্তে শুধু মাত্র আইন সংক্রান্ত। আর আমার উলটো দিকের ফ্ল্যাটেই থাকে এক জন ফিল্ম ডিরেকটার।দেখা হলে হাই হ্যালোতেই সীমাবদ্ধ। বিধান সভা নির্বাচনের আগে দুজন জনপ্রিয় অভিনেত্রী ( বিজেপি নেত্রী)আসতেন।তাদের সাথেও ফিল্ম নিয়ে নয় হিন্দুত্ববা আর রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হত।ফিল্ম সেন্সার বোর্ডের( কোলকাতা রিজিওনাল অফিস) হুকুম তামিল করতে যেতে হয়েছে, তবে সেখানেও ডাক আইনগত দিক খুটিয়ে দেখে লিগাল ওপিনিয়ন দেওয়ার জন্যে, ফিল্মের নান্দনিক দিক নিয়ে আলোচনার জন্যে নয়।

আজ আমার শ্রীমান বন্ধুদের সাথে নন্দনে যাবে মুভি দেখতে। এই মুভি দেখার পারমিশান দেওয়ার আগে আমি যা যা জিগাসা করি মানেঃ- মুভির কি নাম, সংগে কোন কোন বন্ধুরা যাচ্ছে, কোন সিনেমা হল, টিকিটের দাম কত ইত্যাদি। আজ প্রশ্ন করার আগেই উত্তর দিতে শুরু করল। ছবির নাম নির্ভয়া, ১২ ই নভেম্বর রিলিজ করেছে, নন্দনে চলছে,৩০ টাকা টিকিট,——–।
আজ ওর কথায় কান না দিয়ে বল্লাম ” দক্ষিনি চিত্র পরিচালক রামসিংঘমের কোন মুভি কোলকাতার কোন সিনেমা হলে আসলে বলিস দেখব। আর না হলে ইউ টিউব থেকে ডাউনলোড নিয়ে রাখিস টিভির স্ক্রিনে চালিয়ে দেখব। ” ব্যাটা আজ সকাল থেকেই বেশ অনুগত ভাব দেখাচ্ছে। নেট খুলে তখনই সার্চি শুরু করল।কিন্তু ওই নামে কোন পরিচালক খুজে পাচ্ছে না।অগত্যা তাকে খুলে বলতে হল।জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচিত্র পরিচালক আলি আকবর সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করেছেন। ওনার সদ্য নুতন নাম রাম সিংঘম। অকারনে খাটিয়েছি বলে ব্যাটা আমায় বলে বসল ” পাজি বাবা!” হা হা। আমার প্রয়াত পিতৃদেব ছোট বেলায় আমায় “পাজি ছেলে ” বলে প্রায়শই গাল পাড়তেন। আজ বুড়ো বয়সে ছেলের মুখে পাজি বাবা শুনতে হল!! অন্য দিন হলে থাপ্পড কষিয়ে দিতাম বেয়াদবির জন্যে।কিন্তু ছেলেও বুজেছে তার বাপটা আজ অন্য মুডে আছে।হা হা।
ঠিক করেছি মুভি বুঝি বা নাই বুঝি এবার থেকে রাম সিংঘমের যে নুতন ছবিই রিলিজ করুক তা দেখবই দেখব।
পরিশেষ রাম সিংঘমকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে স্বাগত জানাই হিন্দু সনাতনি ধর্মীয় জন সমাজে। গর্বিত, আনন্দিত।
জয় শ্রীরাম! হর হর মহাদেব!

গোপাল মণ্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.