ধর্মীয় বিদ্বেষের প্রতিফলন ঘটলো খেলার মাঠে। আলজেরিয়ার জুডোকা ফেতহি নওরীন এবার ২০২০ টোকিও অলিম্পিক্স থেকে নাম প্রত্যাহার করলো, শুধুমাত্র ধর্মীয় ঘৃণার বসে।
নওরীন পুরুষকদের অনুর্দ্ধ ৭৩ কেজি জুডো প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করলো বৃহস্পতিবারের অলিম্পিক্স উদ্বোধনের একদিন আগেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অস্বীকার করে।
নিয়ম মতো, ৩০ বছর বর্ষীয় এই খেলোয়াড়ের প্রথম রাউন্ডে লড়ার কথা ছিল সুদানের মহম্মদ আব্দাল রাসূলের সাথে ২৬ শে জুলাই। জিতলে দেখা হত ইজরায়েলের তোহার বুটবুলের সাথে। .
নওরীন স্থানীয় মিডিয়ার সাথে আলাপচারিতায় জানায় পেলেস্টাইনের দাবির সমর্থনের জন্য তার এই সিদ্ধান্ত।
ওই খেলোয়াড় আরো জানায় অলিম্পিক্সে অংশগ্রহণ করার জন্য তিনি এতো পরিশ্রম করার পর ও এই কঠিন সিদ্ধান্ত নেন।
“আমার অনুপস্থিতির ক্ষতিপূরণ দেবেন আল্লা,” নওরীন বলেন।
কোচ আমার বেন ইয়াকলিফ জানান তাঁদের ভাগ্য খারাপ, কারণ দ্বিতীয় রাউন্ডে দেখা হত ইজরায়েলি প্রতিদ্বন্দীর বিরুদ্ধে।
২০১৯ সালে নওরীন একই কারণের জন্য বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করেন।