আফগানিস্তানে ফিরে এলো দু’দশকের আগেকার কালো দিন। একটা সময় ছিল যখন তালিবানের অত্যাচারে মহিলাদের বিশেষ করে কিশোরী ও তরুণীদের অবস্থা ছিল খব করুন। পরে তালিবানের পতনের পর অবস্থা অনেকটা ঠিক হয়, কিন্তু ন্যাটো সেনা প্রত্যাহারের পর অবস্থা দ্রুত বদলাতে থাকে।
এবার ঘটলো এমন এক ঘটনা যা ওই কালো দিনকেই মনে করিয়ে দিচ্ছে। নৃশংসতার নিদর্শন রেখে তালেবান জঙ্গিরা এক তরুণীকে হত্যা করলো। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি আঁটোসাঁটো পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন, আর এই অভিযোগে তাঁকে গুলি করে হত্যা করা হলো।
জানা গিয়েছে, আফগানিস্তানের বলক এলাকায় ২১ বছর বয়সী এক তরুণী আঁটোসাঁটো পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে কোনও পুরুষ ছিল না। আর কেবলমাত্র এই অপরাধের জন্য প্রাণ গেল তরুণীর।
প্রকাশ্য রাস্তায় তাঁকে গুলি করে খুন করা হল। ঘটনায় দায় স্বীকার করেছে তালিবান মুখপাত্র। আন্তর্জাতিক খবর অনুযায়ী, মহিলার পরনে বোরখা ছিল। পুলিশ অফিসার আদিল শাহ জানান, ওই তরুণীর নাম নাজনিন। নিজের বাড়ি সমরকন্দিয়া থেকে বেরিয়ে বলকের মাজার শরিফে যাচ্ছিলেন তিনি। গাড়িতে ছিলেন তিনি। বোরখা থাকলেও তাঁর পোশাক ছিল আঁটোসাঁটো। আর সঙ্গে ছিল না কোনও পুরুষ সঙ্গী। সেই সময়ই তাঁকে গুলি করে তালিবানরা।
2021-08-10