কাশ্মীর পুলিশের হাতে ধরা পড়ল আল কায়দা জঙ্গি আমিরুদ্দিন। জম্মু কাশ্মীর পুলিশ রামবান জেলায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করলে পশ্চিমবঙ্গের বাসিন্দা আমিরুদ্দিন খানকে। উল্লেখ্য, ধৃতের কাছ থেকে একটি চীনা গ্রেনেডও পাওয়া গেছে। ধৃতকে কেন্দ্র করে স্থানীয় পুলিশ স্টেশনে ইতিমধ্যে একাধিক এফআইআর দায়ের হয়েছে।
একইসঙ্গে ধৃত আমিরুদ্দিনের পরিবারের পরিচয়ও জানা গেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর আমিরুদ্দিনের বাবার নাম মোস্তফা খান। প্রসঙ্গত, আমিরুদ্দিনের বিরুদ্ধে রামবান থানায় বিস্ফোরক আইনের অভিযোগ, অস্ত্র আইনের অভিযোগ, বেআইনি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও ইউপিআই অ্যাক্টের অভিযোগের মতো অধীনে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, সোমবারে আমিরুদ্দিন ধরা পড়ার আগের বাংলায় দক্ষিণ ২৪ পরগনা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) একজনকে গ্রেফতার করে। এক্ষেত্রে ধৃতের নাম মনিরুদ্দিন খান (২০)। এফটিএফ-এর অনুমান মনিরুদ্দিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-এর সঙ্গে না আয়েদার উপমহাদেশীয় শাখার সঙ্গে জড়িত থাকতে পারে।