অখিলেশ যাদবের সঙ্গ ছাড়তে চলেছেন আজম খান। আপাতত এই খবর নিয়েই উত্তর প্রদেশ জুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, সমাজবাদী পার্টিতে মুসলিমদের গুরুত্ব নেই এই অভিযোগ তুলে নতুন দল গড়তে চলেছেন আজম খান।
সপার প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের বিশ্বস্ত সহযোগী ছিলেন আজম। তবে অখিলেশের হাতে দলের দায়িত্ব যাওয়া পর আজমকে কোণঠাসা করা হয়েছে বলেই মনে করেন অনেকে। শেষমেশ আজম দল ছেড়ে বেরিয়ে যান কি না সেটাই এখন দেখার।
২০২০ সালে ফেব্রুয়ারি মাস থেকে জেলবন্দি রয়েছে আজম। তবে এই দু’ বছরে অখিলেশ মাত্র একবার তাঁর সঙ্গে জেলে দেখা করতে গিয়েছেন। অখিলেশের এই আচরণে আজম খান খুবই দুঃখিত। প্রগতিশীল সমাজবাদী পার্টি লোহিয়ার প্রধান শিবপাল যাদব অখিলেশের সঙ্গ ছেড়ে বিজেপিতে যেতে পারেন, এই খবর প্রকাশ্যে আসার পর থেকে আজম খানের সপা ত্যাগের জল্পনা আরও তীব্র হয়েছে।
আজমের দলত্যাগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আজম খানের মিডিয়া ইনচার্জ ফাসাহত খান শানু। তিনি বলেন, ‘যোগী আদিত্যনাথ সঠিকভাবেই বলেছিলেন অখিলেশ চান না আজম খান জেলের বাইরে বের হন’। রবিবার রাতে রামপুরের দলীয় অফিসে খান অনুগামীদের সঙ্গে বৈঠকের পরই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ফাসাহত।
ফাসাহাতের মতে, ‘আজম খানের জন্য শুধু রামপুরই নয়, বিভিন্ন জেলার মুসলিমরা সমাজবাদী পার্টিকে ভোট দিয়েছেন। তবে সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি মুসলিমদের গুরুত্ব দেননি। আজম খান ২ বছর ধরে জেলবন্দি। তবে অখিলেশ মাত্র একবার ওনার সঙ্গে দেখা করতে গিয়েছেন। শুধু এটাই নয়, দলে মুসলিমদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এর আগেই সপা সাংসদ সাফিকুর রহমান একই অভিযোগ করেছিলেন’।