ছত্তিশগড়ের (Chhattisgarh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ অজিত যোগীর (Ajit Yogi) শারীরিক অবস্থা সঙ্কটজনক।রবিবার চিকিৎসকেরা জানিয়েছেন যে তিনি কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছেন। ফুসফুস খারাপ থাকায় মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের মাত্রা পৌঁছাচ্ছে না। ফলে মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। হৃদযন্ত্র স্বাভাবিক থাকলেও ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে রক্তচাপ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই ধরনের অসুস্থ তাকে বলা হয় হাইপশিয়া। শনিবার ফুসফুস ও হৃদযন্ত্রের অসুস্থতা নিয়ে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অজিত যোগী (৭৪)। রবিবার হাসপাতালের অধিকর্তা ডা: সুনীল খেমকা জানিয়েছেন, অজিত যোগীর মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। বর্তমানে তিনি কোমায় আচ্ছন্ন।ভেন্টিলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থার স্বাভাবিক করতে সচেষ্ট চিকিৎসকেরা। আগামী ৪৮ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার স্বাস্থ্যের জন্য। বর্তমানে তাকে ৮ জন চিকিৎসক চিকিৎসা করে চলেছেন। উল্লেখ করা যেতে পারে অজিত যোগী হচ্ছে ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী।
2020-05-10