বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের জম্মু ও কাশ্মীরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পরে এ নিয়ে দ্বিতীয় বার সেখানে পা রাখলেন তিনি। এ বারের সফর ঠিক কতদিনের, সেটা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন ও বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ডোভাল।

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, উপত্যকার প্রশাসনিক পরিকাঠামো নতুন করে গড়ে তুলতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালই সবটা দেখবেন। তারপর থেকে দেখা গিয়েছে কখনও তিনি রাজ্যপালের সঙ্গে কখনও বিএসএফ বা সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কখনও আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। 

উদ্দেশ্য একটাই, স্থানীয়দের সঙ্গে কথা বলে উপত্যকার মানুষের আস্থা ফেরানো। পরিস্থিতি স্বাভাবিক করা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগেই জানিয়েছিলেন, বিপুল পরিমাণ অস্ত্র নিয়ন্ত্রণ রেখা পার করে কাশ্মীরে আনার চেষ্টা করছে জঙ্গিরা। রেডিও তরঙ্গ ট্র্যাক করে দেখা গিয়েছে পাক সেনার টাওয়ার ব্যবহার করে মোবাইলে কথা বলছে জঙ্গিরা। ওপার থেকে সাংকেতিক ভাষায় নির্দেশ দেওয়া হচ্ছে। সম্প্রতি সেনাপ্রধান বিপিন রাওয়াতও বলেছেন, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে প্রায় ৫০০ জঙ্গি। বালাকোটে ফের সক্রিয় হয়ে উঠেছে জইশ শিবির। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণরেখায় নজরদারি অনেক গুণ বাড়িয়ে তোলা হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, ডোভালের ফের কাশ্মীর সফরের পিছনে অন্য কারণও রয়েছে। কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর সেখানকার বিপুল সংখ্যক মানুষের মনে তীব্র অসন্তোষ রয়েছে। তারা সুযোগ পেলে প্রতিবাদ জানাচ্ছে। এরই মধ্যে রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ দাবি তুলেছেন, কাশ্মীরের গণতন্ত্র লোপ পেয়েছে। সেখানকার মানুষজন ভাষণ ভাবে হতাশ। কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপকে বিজেপির সমর্থকরা ছাড়া আর কেউই মেনে নিতে পারেননি। একই দাবি তুলেছেন আটক থাকা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়েও। যদিও এইসব দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি বলেছেন, উপত্যকায় ফের নাশকতা তৈরি করতে তৎপর জঙ্গিরা। এই সন্ত্রাসবাদকে যাঁরা সমর্থন করেন, তাঁরাই এমন অভিযোগ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.