ভারতের বায়ুসেনা এবার বিশেষ রাশিয়ান চপারে নয়া বৈশিষ্ট্য সম্পন্ন প্রযুক্তি যুক্ত হল। রাশিয়া থেকেই এই চপারগুলি কেনা হয়েছিল, এই চপারেই এবার নয়া প্রযুক্তি ইজরায়েলি গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের যোগ করা হল।
ভারতীয় বায়ুসেনা আগেই রাশিয়া থেকে ‘এমআই-১৭ভি৫’ চপার কিনেছিল। এই চপারেই এবার যুক্ত হল ইজরায়েলি গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল। এই ক্ষেপণাস্ত্র খুব সহজেই ৩০ কিমি দূরে আঘাত হানতে পারে। এই প্রযুক্তির বিশেষ গুণ হচ্ছে যে, মানুষের দৃষ্টির বাইরে তথা ধরাছোঁয়ার বাইরে মিসাইলটি ছুঁড়তে পারা যায়। ঠিক এই কারণেই মনে করা হয়েছে যে, এই দুই হাতিয়ারের যুগলবন্দি যথেষ্ট ঘাতক।
বিশেষজ্ঞরা মনে করেছেন যে, ইউক্রেন থেকেই শিক্ষা নিয়েছে ভারত এই পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার টি-৭২ ট্যাঙ্ক ও টি-৯০ ট্যাঙ্ককে কিয়েভ, মারিওপোল, সুমি, শেরনিহিভ, খারকভের রাস্তায় জ্বলতে দেখা গেছে। এদিকে, গালওয়ান সংঘর্ষের সাক্ষী থেকে চীনা বায়ুসেনাকে জবাব দিতেই রাশিয়ার চপারে যুক্ত করা হল ইজরায়েলি প্রযুক্তি।
2022-04-27