ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বদা প্রস্তুত ভারতীয় বায়ুসেনা বলে জানিয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া। ভারতীয় বায়ুসেনার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে বায়ুসেনা দিবস।এই উপলক্ষে হিনডন সামরিক বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনা প্রধান জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে ভারতের স্বার্থ এবং সার্বভৌমত্বকে রক্ষার্থে সর্বদা প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার সার্বিক আধুনিকীকরণ এবং উন্নত মানের প্রশিক্ষণের দিকে ইঙ্গিত করে বায়ুসেনা প্রধান জানিয়েছেন, আঞ্চলিক শক্তি হিসেবে বায়ুসেনা নিজেদের ছাপ বরাবর রেখে গিয়েছে।অতিসম্প্রতি পাকিস্তানের বালাকোটে জঙ্গী ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে ভারতীয় বায়ুসেনা। চলতি বছর যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তা অভূতপূর্ব বলে জানিয়েছেন তিনি। বিশ্বজোড়া করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও ভারতীয় বায়ুসেনা যে পুরোদমে দেশের রক্ষার্থে কাজ করে চলেছে তার উপর আলোকপাত করেছেন তিনি। ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ প্রসঙ্গে বায়ুসেনা প্রধান জানিয়েছেন, ৮৯ তম বছরে পা দিয়েছি।রূপান্তর পরিবর্তনের মধ্য দিয়ে ভারতীয় বায়ুসেনা এগিয়ে চলেছে নতুন যুগের দিকে।ইন্টিগ্রেটেড মালটি ডোমেইন অপারেশন আগামী দিনে চালাবে ভারতীয় বায়ুসেনা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নার ওয়ানে, নৌসেনাপ্রধান অ্যাডমিরাসিং করমবীর সিং। উল্লেখ করা যেতে পারে ১৯৩২ সালের ৮ অক্টোবর ব্রিটিশের ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা করা হয়। সেই সময় এই বাহিনীর নাম ছিল রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্স। স্বাধীনতার পর রয়েল কথাটি নামের আগে অবলুপ্তি ঘটে। ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১, ১৯৯৯ যুদ্ধে ভারতীয় বায়ুসেনা নির্ণায়ক ভূমিকা পালন করেছিল। বিশেষ করে ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং সরকারি ভবন গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ১৯৬৫ ভারত-পাকিস্তান যুদ্ধে তৎকালীন বায়ুসেনা প্রধান অর্জন সিং এর যোগ্য নেতৃত্বের ভারত অসম্ভবকে সম্ভব করে ছেড়েছিল। ১৯৪৮ সালে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতীয় বায়ুসেনা শ্রীনগরে বিমান অবতরণ করতে সক্ষম হয়েছিল। এমনকি ১৯৮৪ সালে অপারেশন মেঘদূততের ভারতীয় সেনাবাহিনীকে সবরকম সাহায্য করে গিয়েছিল ভারতীয় বায়ুসেনা। অতিসম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক করে জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এমনকি পাকিস্তানি বায়ুসেনার একাধিক বিমান যখন সীমান্ত পেরিয়ে ভারতের আকাশ পথে প্রবেশ করে সেই সময় পাকিস্তানি অত্যাধুনিক এফ ১৬ যুদ্ধবিমান ধ্বংস করে দেয় ভারতের মিগ২১ বাইসন। গোটা বিশ্বের মধ্যে এই অনন্য কীর্তি করে দেখিয়েছিলেন মিগ ২১ বাইসন যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমান। এখন পূর্ব লাদাখে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা।
2020-10-08