জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করলেন এআইএমআইএম বিধায়ক আখতারুল ইমান। বিহারের এই বিধায়কের আচরণ ঘিরে জোর বিতর্ক দানা বেঁধেছে। তবে নিরুত্তাপ আসাদউদ্দিন ওয়েইসির দলের এই নেতা। তাঁর সাফ কথা, ‘জোর করে চাপিয়ে দেবেন না, জাতীয় সঙ্গীত গাওয়া সংবিধানে বাধ্যতামূলক নয়’।
বিহার বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। শুক্রবার জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে অধিবেশনের কাজ শুরু করতে যান স্পিকার। কিন্তু বেঁকে বসেন মিম বিধায়ক আখতারুল ইমান। সাফ জানিয়ে দেন, জাতীয় সঙ্গীত তিনি গাইবেন না। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, জাতীয় সংগীত গাওয়া নিয়ে আমার কোনও সমস্যা নেই। তবে সংবিধানে যেহেতু এটা বাধ্যতামূলক নয়, তাই তিনি গাইবেন না।
এদিকে তাঁর এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে। পরে সংবাদ মাধ্যমের সামনে আখতারুল ইমান বলেন, ‘স্পিকার একটি নতুন সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছেন। বিধানসভা কি আগে চলেনি? আমাদের পূর্বপুরুষদের কি ভারতের প্রতি ভালোবাসা ছিল না? একটি নির্দিষ্ট সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে’। সঙ্গে যোগ করেন, ‘বন্দে মাতরম বলতে আমার আপত্তি নেই। কিন্তু এটা আমাদের ধর্মের বিরুদ্ধে’।
এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিহারে পদ্মশিবিরের বিধায়ক সঞ্জয় সিং বলেন, ‘জাতীয় সঙ্গীত যারা গাইতে চাইছেন না তাদের নিয়ে আমাদের সমস্যা আছে। যদি কারও বন্দে মাতরম গাইতে আপত্তি থাকে তবে বুঝতে হবে তাদের মতলব ঠিক নেই’। স্পিকার বিজয় কুমার সিনহা জানিয়েছেন, ‘এটা সংসদেও মেনে চলা হয়। এটা আমাদের দেশের মর্যাদাকে আরও বৃদ্ধি করে’।