দেশের উন্নয়নে প্রধান ভরসা হল কৃষি।কৃষিকাজের উন্নয়নে একমাত্র ভরসা বিজ্ঞান। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের হাত ধরে দেশের কৃষিকাজের উন্নয়ন হচ্ছে। শনিবার ভিডিও কনফারেন্সিং মারফত উত্তর প্রদেশের ঝাঁসিতে অবস্থিত, রানী লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই কৃষিকাজের উন্নতিতে বিজ্ঞানের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানান, কৃষি সম্পর্কিত শিক্ষা এবং কৃষির ব্যবহারিক প্রয়োগ বিদ্যালয়েও অন্তর্ভুক্তি জরুরি।
এদিনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং মারফত হাজির ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই অনুষ্ঠান থেকেই স্কুলপাঠ্যে কৃষির বিভিন্ন বিষয় অন্তর্গত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “কৃষিকাজকে শুধুমাত্র পাঠ্য বইয়ের ছাপার অক্ষরে আবদ্ধ করে রাখা উচিৎ নয়। বরং স্কুলজীবন থেকে ছাত্র-ছাত্রীদের এ নিয়ে হাতেকলমে কাজ করতে শেখানো দরকার।”
2020-08-29