বহু বছর চুপ থাকার পর জেহাদিরা আবার মাথা তুলছে ফিলিপিন্সে, এবার খেলার মাঠে রক্ত ঝড়ালো তারা, বোমা বিস্ফোরণে নিহত এক ও আহত সাত জন

বহুদিন পর এবার ফিলিপিন্স (Phillipines) এও শুরু হলো জেহাদি আক্রমণ।

জেহাদিদের রাখা বোমায় মারা গেলেন এক ব্যক্তি এবং আহত হলেন সাত জন।
ঘটনাটি ঘটেছে ফিলিপিন্স-এর দাভাও শহরের মাগুইদানাও এর দাতুপিয়াং এ ( Datupiang, Maguidanao, Davao city, Phillipines)।

একটি ভলিবল ম্যাচ (volleyball match) চলাকালীন বোমা বিস্ফোরণ ঘটে দর্শকাসনে। তৎক্ষণাৎ মৃত্যু হয় একজনের , আহত হয় আরো সাত দর্শক, যার মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক।

সেনাবাহিনীর মতে এই সন্ত্রাসবাদী হামলা ঘটিয়েছে ব্যাংসামারও ইসলামিক ফ্রিডম ফাইটার (Bangsamarao Islamic Freedom Fighter or B I F F ) নামক একটি জঙ্গি সংগঠন।

এই B I F F আদতে M I F F নামক আর একটি জিহাদি সংগঠনের অঙ্গ ছিল এক সময়। এখন B I F F ফিলিপিন্স (Phillipines) ও তার কিছু পাশ্ববর্তী দেশে ইসলামিক স্টেট (Islamic State) জঙ্গিদের সহযোগী হিসাবে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.