দুবছর যেতে না যেতেই হলো মোহভঙ্গ, নারী সুরক্ষা নিয়ে চিন্তায় পরে হিজাবি প্রধানমন্ত্রী এখন তালিবানের দ্বারপ্রার্থী

দুবছর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের নূর মসজিদে বোমা হামলার পর চোখের জলে সহানুভূতি জানাবার আতিশয্যে পড়েছিলেন হিজাব।
প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেনের এই কান্ড দেখে উল্লাসে ফেটে পরে টুইটারে আনন্দের বন্যায় ভেসেছিলেন ইরানের সাংবাদিক নেগার মোর্তাজাভি।
হু হু করে ভাইরাল হওয়া ‘হিজাবি’ আর্ডেনের ছবি ও ভিডিও দেখে উল্লাসে ফেটে পরে মুসলিম দুনিয়া, প্রচারে কম যায়নি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো প্রথমসারির খবরের কাগজগুলো।
জেসিন্দার হিজাব পড়া এক ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হয়, কিন্তু দু বছর যেতে না যেতেই মোহভঙ্গ হলো আর্ডেনের।

আফগানিস্তানে তালিবান বিজয়ের পর নারী সুরক্ষা ও স্বাধীনতা নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করে আর্জি জানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
একই প্রকার উদ্বেগ নিয়ে তালিবানদের আর্জি জানিয়েছেন রাষ্ট্র সংঘের(United Nations) জেনারেল সেক্রেটারি(General Secretary) আন্তোনিও গুটারেস।

এদিকে তালিবান সরকার কে ইতিমধ্যেই মান্যতা দিয়ে দিয়েছে পাকিস্তান(Pakistan) , রাশিয়া (Russia), চীন (China)ও বাংলাদেশ(Bangladesh) সহ অনেক দেশই।
তবে ইংল্যান্ড (England)অবশ্য তালিবানদের প্রবল বিরোধ করে আবেদন করেছে তালিবানদের যেন আর কেউ স্বীকৃতি না দেয়। সেই পথেই অবশ্য এগোচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের অধিকাংশ দেশ।

তবে তালিবানদের জয়ে উচ্ছসিত ইরান(Iran) ۔ তারা ইতিমধ্যেই সরকারি ভাবেই অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছে।

ইরানের ইসলামিক রেভোলুশনারি গার্ড(Islamic Revolutionary Guard) এর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামী( Commander, Major General Hossain Salemi) র মতে তালিবানের জয় প্রমান করে দিয়েছে আমেরিকা ও তার সহযোগীদের হারানো অসম্ভব নয়।
সালামী আরো বলেন এই জয় ইসরায়েল(Israel) এর বিরুদ্ধে প্যালেস্টাইনের (Palestine) লড়াইকে আরো শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.