টানা দু’বছর ধরে অমরনাথ যাত্রা বন্ধ ছিল মহামারীর জেরে। অবশেষে, ৩০ শে জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে বলে জানা গেল। সমস্ত ধরনের করোনা প্রোটোকল মাথায় রেখে অমরনাথ যাত্রা চলবে টানা ৪৩ দিন। জানা গেছে, রাখি বন্ধনের দিন থেকেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, এমনটাই বলেছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর।
সোশ্যাল মিডিয়ায় টুইট করে অমরনাথজি শ্রাইন বোর্ডের এক বৈঠক চলার পর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, ‘অমরনাথ যাত্রা নিয়ে আজ শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক বৈঠক হল। বৈঠকে ঠিক হয়েছে টানা ৪৩ দিনের ওই যাত্রা শুরু হবে ৩০ জুন থেকে। মেনে চলতে হবে কোভিড প্রোটোকল। যাত্রা নিয়ে খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে।’
উল্লেখ্য, অমরনাথ যাত্রা জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা রদের পরিপ্রেক্ষিতে মাঝপথে বাতিল হয়ে যায়। সেইসঙ্গে চলছিল করোনা কাল। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। যদিও, গত শনিবার সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৫ জন।