ইদের সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর। নমাজ পাঠের পর মসজিদ থেকে পাথর ছোঁড়ার অভিযোগ উঠল স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। শুধু তাই নয়, অনন্তনাগে উঠেছে ‘আজাদ কাশ্মীর’ স্লোগানও।
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে মঙ্গলবার সকালে ইদের নমাজের পরেই অশান্তি ছড়িয়ে পড়ে। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু হয়। ভিডিওতে দেখা গিয়েছে মসজিদের সামনে থেকে অনেক মুসলিম নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে। সঙ্গে দেওয়া হচ্ছে ‘আজাদ কাশ্মীর’ স্লোগান। যদিও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে সামান্য কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তারপরে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শুধু কাশ্মীর নয় যোধপুরেও সংঘর্ষ হয়েছে। গতকাল রাত থেকেই উত্তপ্ত রাজস্থানের যোধপুর। পরিস্থিতি সামাল দিতে যোধপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর যোধপুরের বালমুকুন্দ বিসা, জলোরি গেট এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
অন্যদিকে ইদের আগের রাত থেকেই জাহাঙ্গীরপুরিতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। সকালে পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে জাহাঙ্গীরপুরিতে। প্রসঙ্গত উল্লেখ্য জাহাঙ্গিরপুরীতে হনুমান জয়ন্তীর দিনে তুমুল অশান্তি হয়েছিল দুই সম্প্রদায়ের মধ্যে।