ঘটা করে শিল্প সম্মেলন মমতার, এদিকে বাংলার এক্সাইড চলে গেল কর্ণাটকে, হবে ৬ হাজার কোটির কারখানা

একদিকে ঘটা করে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হল কলকাতায়। অন্যদিকে নিঃশব্দে এ রাজ্যের ব্যাটারি প্রস্তুতকারক কোম্পানি এক্সাইড বিনিয়োগ নিয়ে চলে গেল বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে। এমন ‘মর্মান্তিক’ ঘটনার সাক্ষী থাকল কলকাতা।

কর্ণাটকে ‘লিথিয়াম আয়ন সেল’ তৈরির কারখানা খুলতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এক্সাইড। এই নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে বৈঠক করেছেন কলকাতার ব্যাটারি প্রস্তুতকারী সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর সুবীর চক্রবর্তী। বৈঠক শেষে, এক্সাইডের তরফে দাবি করা হয়েছে, কারখানাটি চালু হলে ১, ৪০০টি কর্মসংস্থান তৈরি হবে।

ইতিমধ্যেই বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হারালুরুতে ৮০ একর জমি দেখা হয়েছে। সেখানেই প্রস্তাবিত কারখানা গড়বে এক্সাইড। এই কারখানাটি ভারতবর্ষের অন্যতম বৃহত্তম অত্যাধুনিক সেল কেমিস্ট্রি টেকনোলজির গিগা ফ্যাক্টরি হতে চলেছে কর্তৃপক্ষের।

কর্ণাটকের শিল্পমন্ত্রী মুরগেশ আর নিরানি এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই প্রকল্পটি দ্রুত শেষ করার জন্য সরকার সব রকমের সহায়তা করবে। তিনি কর্নাটকের বিনিয়োগকারীদের আশ্বস্ত করে আরও বলেছেন, লগ্নির জন্য তারা সেরা ক্ষেত্রটি পাবেন। সঙ্গে তিনি জানিয়েছেন, শেষ তিনটি ত্রৈমাসিকে রাজ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.