শ্রীলঙ্কার পর এবারে ভয়াবহ আর্থিক সঙ্কটের মুখোমুখি নেপাল। সেদেশের অর্থমন্ত্রী বিদেশে বসবাসকারী নাগরিকদের কাছে অনুরোধ করে জানিয়েছেন, তারা যেন বিদেশি অর্থ দিয়ে দেশকে সাহায্য করে। শনিবার নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা বিদেশে বসবাসকারী নেপালিদের কাছে অনুরোধ করে বলেছেন যে, তারা যেন আগামী দিনে ডলার অ্যাকাউন্ট খোলে। সেই সঙ্গে দেশের ব্যাঙ্কগুলিতে তারা যেন বিনিয়োগ করে।
প্রসঙ্গত, করোনার কারণে বেশিরভাগ দেশেই অর্থনীতির অবস্থা খুবই খারাপ। নেপালের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে মূলত পর্যটন শিল্পের ওপর। কিন্তু মহামারীর কারণে পর্যটন শিল্পেও মন্দা দেখা গিয়েছে। এর ফলে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছে নেপালে। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রী জনার্দন শর্মা জানিয়েছেন, বিদেশে থাকা নেপালিরা যেন ব্যাঙ্কে ডলার অ্যাকাউন্ট খুলে দেশকে বৈদেশিক মুদ্রা সঙ্কট কাটিয়ে উঠতে সাহায্য করে।
সেইসঙ্গে নেপাল সরকার, চলতি মাসে সরকারি দফতরগুলিতে দু’দিনের ছুটির ঘোষণা করার কথা ভাবছে, শুধুমাত্র জ্বালানির খরচ বাঁচাতে। বৈদেশিক মুদ্রা সঙ্কট ও পেট্রোলিয়াম পণ্যের দাম আকাশচুম্বী হতেই নেপাল সরকার ঝাঁপিয়ে পড়েছেন, এই সব কিছুর সঙ্গে লড়াইয়ের জন্য। অন্যদিকে, নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক ও নেপাল অয়েল কর্পোরেশন নেপাল সরকারকে দুই দিনের ছুটি ঘোষণা করার পরামর্শ দিয়েছে।
2022-04-19