কানহাইয়ার সিএএ বিরোধীতার পর ‘গঙ্গাজল’ দিয়ে জায়গা সাফ করল দলিত যুবকেরা

এক সময়ের জেএনইউয়ের ছাত্র সংসদের সম্পাদক ও বর্তমান সিপিআই নেতা কানহাইয়া কুমারের দিন খুব ভালো যাচ্ছে না আজকাল | বিহারের নানা স্থানে সিএএ-র বিরোধীতায় মানুষকে বোঝাতে ঘরে ঘরে পৌঁছনোর পরিকল্পনা করেছেন তিনি | আর তা করতে গিয়েই কম হেনস্থার মুখে পড়তে হয়নি তাকে |

কয়েকদিন আগেই তার গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ ওঠে একদল সিএএ সমর্থকদের বিরুদ্ধে | তবে যে ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের ঘটনা বেশ অবাক করার মতই | চলতি মাসের ৪ তারিখে সিএএ বিরোধী সভা করেন কানহাইয়া কুমার | ঠিক তারপরেই একদল দলিত যুবক যেখানে সভা করা হয়েছিল,সেখানে স্টেজ সরিয়ে নেওয়ার পর গঙ্গাজল দিয়ে সাফ করতে শুরু করে ওই ছাত্ররা |

কারণ হিসেবে তারা বলেন ,দেশের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ার মত মানুষ যেখানে স্টেজ করে এক সময় বক্তৃতা দিয়েছেন ,সেখানে কানহাইয়া কুমারের মত একজন দেশবিরোধী মানুষের পদধূলি তারা রাখতে চাননা | উপরের ঘটনায় এমনই প্রতিক্রিয়া দেন এবিভিপির নেতা অলোক কুমারও |

বলেন, যে নিজের বাবা-মায়ের দায়িত্ব নিতে পারেনা,তার কাছ থেকে অন্য কারোর দায়িত্ব নেওয়ার আশা করা ভুল হবে | প্রসঙ্গত, প্রত্যেক জায়গায় গিয়ে কানহাইয়া কুমার সিএএ-র প্রতিবাদের জন্য জনগণ যাত্রা শুরু করে | জানুয়ারির শেষ থেকেই নানা জায়গায় প্রতিরোধের মুখে পড়তে হয় কানহাইয়াকে |



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.