কেরালার পর কর্ণাটক দিয়েই কি দেশে ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে এই ‘জেহাদ’ এক অশনি সঙ্কেত

কোর্টের নির্দেশে আপাতত হিজাব পরা বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে, কিন্তু কোর্টের নির্দেশকে অমান্য করে আবার ও হিজাব পরে পরীক্ষা দিতে গিয়ে কর্ণাটকের শিমোগা জেলার একটি সরকারি স্কুলে আসে একদল মুসলিম ছাত্রী। পরীক্ষাটি ছিল ছিল খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা।দশম ক্লাসের প্রস্তুতি পরীক্ষা হলে হিজাব খুলতে অস্বীকার করে ছাত্রীরা। তারা হিজাব খুলে আলাদা একটি ক্লাস রুমে (class room) বসে পরীক্ষা দেওয়ার স্কুলের অনুরোধও ফিরিয়ে দেয়। শেষমেশ পরীক্ষাটাই বয়কট করে।

মুসলিম ছাত্রীরা স্কুলের মধ্যেই জোর করে মিটিং মিছিল করে ও স্লোগান দেয় , ” আমরা লেখাপড়া বিসর্জন দিতে পারি , কিন্তু ইসলাম নয় “।
হিজাব বিতর্কে মুসলিম ছাত্রীদের স্কুলের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বয়কট একটা অন্য মাত্রা এনে দিলো এই হিজাব কাণ্ডে।

উল্লেখ্য, জেহাদের (Jihad) জন্য ফান্ড (fund) জোগাড় করতে কেরালা (Kerala) সহ গোটা দক্ষিণ ভারতে (South India) চুটিয়ে চালানো হচ্ছে মধু চক্র। আর এর হোতা হলো কেরালা তথা দক্ষিণ ভারতের অন্যতম কুখ্যাত জেহাদি সংগঠন পি এফ আই।

সম্প্রতি মোহাম্মদ শরীফ (৪৬) নাম PFI এর এক অন্নতম নেতাকে কর্নাটক পুলিশ গ্রেফতার করে। ম্যাঙ্গালুরুতে একটি মধু চক্র চালানোর সময় পুলিশ হাতেনাতে তাকে ধরে ফেলে। জেরা করে পুলিশ তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.