“ইজরায়েল আমেরিকার পরেই আমরা।” শনিবার দেশের সুরক্ষা প্রসঙ্গে রাজারহাটে এনএসজির (NSG) এক অনুষ্ঠানে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ (Amit Shah) বলেন, “মোদির আমলে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইক হয়েছে। শত্রুদেশের ঘরে ঢুকে আমরা আঘাত করেছি। তাতে সাফল্যও পেয়েছি। আগে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ইজরায়েল, আমেরিকার নাম করতেন সকলে। এখন তৃতীয় নাম জুড়েছে ভারতের।”তিনি আরও বলেন, “জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। সকলকে বোঝানো গেছে যে আমাদের দেশের শান্তি বিঘ্নিত করতে চাইলে, আমাদের সেনাবাহিনীর উপর আঘাত করলে তার দাম দিতেই হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদীরা কৌশল বদলেছে। আর তাদের শায়েস্তা করতে এনএসজি কমান্ডোরাও যথাযথভাবে নিজেদের অপারেশনে নতুন উপায় খুঁজে বের করেছেন। ফলে সন্ত্রাসদমনে তাঁরা অভাবনীয় সাফল্য পেয়েছে।” তিনি আরও বলেন, “আজ তাঁদের জন্যই দেশবাসী নিজেদের সুরক্ষিত মনে করছে। আর এই জওয়ানরা যাতে আরও ভালভাবে কাজ করতে পারেন, সেদিকে নজর রাখা আমাদেরও কর্তব্য।”