সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছিলেন, উপত্যকায় কোনও ধরনের জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। প্রয়োজন মতো বিচ্ছন্নতাবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। সেই ঘটনাই দেখা গেল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাশ্মীর সফরের পর। জানা গিয়েছে, দোভাল জম্মু-কাশ্মীর থেকে ফিরে আসার পরে সিদ্ধান্ত হয়েছে, উত্তর কাশ্মীরে আরও ১০ হাজার জওয়ান মোতায়েন করা হবে।
প্রসঙ্গত, দু-দিনের সফরে কাশ্মীর গিয়েছিলেন অজিত দোভাল। সেখানে ভূস্বর্গের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয় সে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং আবেদন করেন, উত্তর কাশ্মীরে নিরাপত্তা কড়া করতে আরও ১০ হাজার জওয়ান লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এই আবেদন মঞ্জুর করা হয়েছে।
2019-07-27